ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সামনে এগিয়ে যাওয়ার ইতিবাচক সম্ভাবনাসহ সবকিছুর কৃতিত্ব বঙ্গবন্ধুর ॥ ঢাবি উপাচার্য

প্রকাশিত: ০১:১৬, ১৭ মার্চ ২০১৮

সামনে এগিয়ে যাওয়ার ইতিবাচক সম্ভাবনাসহ সবকিছুর কৃতিত্ব বঙ্গবন্ধুর ॥ ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হওয়ার স্বীকৃতি সহ সামনে এগিয়ে যাওয়ার ইতিবাচক সম্ভাবনা এ সবকিছুর কৃতিত্ব বাংলাদেশ জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান এ কথা বলেন। ‘বঙ্গবন্ধুর জন্মদিন : রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের ফলে ইতিহাসের ধারাবাহিকতায় একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। সরলতা ও সততা বঙ্গবন্ধুর জীবনের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য যা তার কিশোর বয়স থেকেই লক্ষণীয়। বঙ্গবন্ধুর জীবনাদর্শের সঙ্গে নতুন প্রজন্মকে সংযুক্ত করার উপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, এ দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করার একটি তাৎপর্য আছে। তাঁর জীবনের যে মৌলিক দর্শন তা শিশুদের মধ্যে পৌঁছে দিতে পারলে সে ভবিষ্যতে ভাল মানুষ হয়ে সমাজ পরিবর্তনে অংশগ্রহণ করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর, বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন শেখ আলোচনায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. এনামউজ্জামান আলোচনা সভা পরিচালনা করেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ণাঢ্য কর্মসূচী পালন করে। শনিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে কেক কেটে উৎসবের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পণ করেন। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, হোস্টেল, মসজিদ ও উপাসনালয়ে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়া, চারুকলা অনুষদের উদ্যোগে সকালে ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
×