ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০২:৩২, ১৭ মার্চ ২০১৮

রাজধানীর যাত্রাবাড়ীতে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রিফাত (২০) ও জাহাঙ্গীর (২২) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। এ সময় দু’জন আহত হয়েছেন। আহতরা হচ্ছে, মটর সাইকেল চালক রাব্বী (২০) ও পথচারী আনিসুর (২৮)। নিহত রিফাত শাহিন কলেজে ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ছাত্র। আহত রাব্বী অন্য একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহতদের বন্ধু রাজু জানান, তারা তেজগাঁও এলাকায় থাকেন। শনিবার ভোরের দিকে মাওয়া থেকে তিন বন্ধু মোটরসাইকেলে করে তেজগাঁও এলাকার বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড়ের অংশে এলে আনিসুর নামে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাব্বী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিে আনিসুরের ওপর দিয়ে উঠিয়ে দেয়। এতে মটর সাইকেল থেকে তিনজনই রাস্তা ছিটকে পড়েন। পরে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে জাহাঙ্গীর ঢামেক হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বাইরের একটি প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, আহত তিনজনের মধ্যে জাহাঙ্গীর অবস্থা গুরুতর। পরে তাকে তার পরিবার বাহিরের একটি প্রাইভেট হাসপাতালে নিলে সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরের মৃত্যু হয়। আহত চালক রাব্বী (২০) ও পথচারী আনিসুর ঢামেকে চিকিৎসাধীন। এদিকে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানায়, বিকেলে ঢামেক মর্গে দু’জনের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×