ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পূর্ব গৌতা ও আফরিন থেকে প্রাণভয়ে পালিয়েছে ৫০ হাজার সিরীয়

প্রকাশিত: ০৩:৪৩, ১৮ মার্চ ২০১৮

পূর্ব গৌতা ও আফরিন থেকে প্রাণভয়ে পালিয়েছে ৫০ হাজার সিরীয়

সিরিয়ার পূর্ব গৌতা এবং আফরিনে বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে পৃথক দুটি লড়াইয়ের প্রেক্ষাপটে ৫০ হাজারের মতো মানুষ প্রাণভয়ে পালিয়েছে। বৃহ¯পতিবার পূর্ব গৌতা থেকে পালিয়েছে প্রায় ২০ হাজার মানুষ। দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। তাছাড়া, শুক্রবার এলাকাটিতে রাশিয়ার বিমান হামলায় ৩১ জন নিহত হওয়ারও খবর দিয়েছে সংগঠনটি। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর আফরিন থেকে প্রায় ৩০ হাজার সিরীয়র পালানোর পরিসংখ্যান দিয়েছে দ্য সিরিয়ান অবজারভেটরি। সেখানে তুরস্ক বাহিনীর বোমা হামলায় নিহত হয় ১৮ জন। এদের মধ্যে ৫ জনই শিশু। পূর্ব গৌতায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বানের পরও হামলা থামেনি। সিরিয়ার সরকারী বাহিনী এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর দিকে এগুচ্ছে। অধিবাসীরা বিবিসিকে জানিয়েছে, এলাকার অনেক স্থানেই রাস্তায় রাস্তায় সরকারী সেনাদের সঙ্গে বিদ্রোহীদের লড়াই চলছে। এ লড়াইয়ের মাঝেই শুক্রবার সিরিয়া সরকার নিরাপদ এলাকা দিয়ে আরও প্রায় ৪ হাজার মানুষকে সরে যেতে দিয়েছে। বিদ্রোহীদের বিরুদ্ধে তিন সপ্তাহের লড়াইয়ের পর পূর্ব গৌতার ৭০ শতাংশ এলাকা পুনর্দখল করেছে সরকারপন্থী বাহিনী। অন্যদিকে, কুর্দী ওয়াইপিজি মিলিশিয়া নিয়ন্ত্রিত আফরিন শহরে এখনও বিমান থেকে বোমা হামলার পাশাপাশি স্থল হামলা চালাচ্ছে তুর্কী বাহিনী ও তাদের স্থানীয় সিরীয় মিত্ররা। ওয়াইপিজি মিলিশিয়াদেরকে তুরস্কের কুর্দী বিদ্রোহীদের সঙ্গে সম্পৃক্ত বলে মনে করে আঙ্কারা এদের নির্মূল করার চেষ্টা চালাচ্ছে। আফরিন ও এর আশেপাশের গ্রাম থেকে ৩০ হাজার মানুষ সরকারী বাহিনী নিয়ন্ত্রিত গ্রামগুলোর দিকে পালিয়ে গেছে। তাছাড়া, বৃহস্পতিবার রাতভর গোলা হামলার মধ্যে শহর ছেড়ে পালিয়েছে আরও শত শত মানুষ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, আফরিন দখলের অভিযান শেষ না হওয়া পর্যন্ত তার দেশ লড়াই থামাবে না। সিরিয়ায় ৭ বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। দেশের ভেতরে উদ্বাস্তু হয়েছে অন্তত ৬১ লাখ মানুষ। আর বিদেশে পালিয়ে গেছে আরও ৫৬ লাখ মানুষ। ২০১১ সালের মার্চে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণআন্দোলনের পর থেকে যুদ্ধে নিহত বা নিখোঁজ হয়েছে ৪ লাখেরও বেশি মানুষ।
×