ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে মেরকেল বিরোধী সুর

প্রকাশিত: ০৩:৪৪, ১৮ মার্চ ২০১৮

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর কণ্ঠে মেরকেল বিরোধী সুর

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল পুরোপুরি বিপরীত বিশ্বাসের কথা তুলে ধরে দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার বলেছেন, ইসলাম তার দেশের নয়। সিহোফার মের্কেলের অভিবাসন নীতির কঠোর সমালোচক ছিলেন। কিন্তু বর্তমান জোট সরকারের অন্যতম নেতা। জার্মানির কট্টর ডানপন্থীদের ভোট এএফডি দলের পক্ষে টানার জন্য এমন মন্তব্য করেছেন বলে মনে করা হচ্ছে। তবে চ্যান্সেলর এই বক্তব্য সঙ্গে নিজের কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। খবর বিবিসি। জার্মানির বহুল প্রচারিত পত্রিকা বিল্ড’কে দেয়া এক সাক্ষাতকারে সিহোফার বলেন, জার্মানি খ্রীস্ট ধর্মের মাধ্যমে গড়ে উঠেছে। আর দেশটিকে তার ঐতিহ্য ত্যাগ করা উচিত হবে না। তিনি আরও বলেন, না, জার্মানির জন্য ইসলাম নয়। জার্মানি খ্রীস্ট ধর্মের জন্য গড়ে উঠেছে। সিহোফার আরও বলেন, আমাদের মধ্যে বসবাসকারী মুসলিমরা প্রকৃতগতভাবে জার্মানির বাসিন্দা। তার মানে এই না যে অন্যদের সম্পর্কে মিথ্যা বিবেচনার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ও রীতিনীতি ত্যাগ করব। মুসলিমদের আমাদের সঙ্গে বাস করতে হবে। আমাদের পেছনে বা বিরুদ্ধে নয়। সিহোফার মের্কেলের জোট সহযোগী সিএসইউ দলের প্রধান।
×