ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লন্ডন বোমা হামলায় ইরাকী শরণার্থী দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৩:৪৪, ১৮ মার্চ ২০১৮

লন্ডন বোমা হামলায় ইরাকী শরণার্থী দোষী সাব্যস্ত

ব্রিটেনে গতবছর সেপ্টেম্বর মাসের এক শুক্রবার সন্ত্রাসী হামলা হয়। সে সময় লন্ডনের পাতাল রেলে এক বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। যাত্রীদের বর্ণনায় জানা যায়, তারা দেয়ালে আগুন ধরে যেতে দেখেছেন। এ ঘটনায় শুক্রবার এক ইরাকী কিশোর দোষী সাব্যস্ত হয়েছে। সে গতবছর শরণার্থী হিসেবে আশ্রয় পায়। খবর নিউইয়র্ক টাইমস। লন্ডনের একটি আদালত আহমেদ হাসানকে (১৮) হত্যার উদ্দেশে হামলার জন্য বিস্ফোরক ডিভাইস বহন করায় দোষী সাব্যস্ত করেছে। তাকে একটি ঝুড়ির ভিতরে ও বিপণী বিতানের প্লাস্টিক ব্যাগের ভেতরে করে ওই ডিভাইসটি বহন করার প্রমাণ পেয়েছে। পশ্চিম লন্ডনের পারসনস গ্রীন স্টেশনের ট্রেনে হামলা করা হয়। সকালের দিকে বিস্ফোরণ হওয়ায় লোকজন দ্রুত স্থান ত্যাগ করে। ফলে ৩০ জন লোক আহত ও বেশ কয়েকজন মারাত্মকভাবে দগ্ধ হয়। ব্রিটেনে এটি পঞ্চম হামলা। তবে রাজধানীতে এটি প্রথমবারের মতো হামলা। যাতে যোগাযোগ ব্যবস্থার ওপর করা হয়। ২০০৫ সালে এ ধরনের একটি রক্তক্ষয়ী হামলা হয়। তারপর থেকে ব্রিটিশ কর্মকর্তারা সন্ত্রাসী হামলা মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখে। হাসান যে ধরনের হামলা সংঘটিত করেছিল তাতে ব্যবহৃত ডিভাইসটির ওজন ছিল ৪০০ গ্রাম।
×