ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জীবিতকে মৃত ঘোষণা

প্রকাশিত: ০৩:৪৫, ১৮ মার্চ ২০১৮

জীবিতকে মৃত ঘোষণা

ডেথ সার্টিফিকেট বাতিলের আবেদনে অতিরিক্ত সময়ক্ষেপণ করায় কন্সটান্টিন রেলু নামে ৬৩ বছর বয়সী এক জীবিতকেই মৃত ঘোষণা করেছেন রুমানিয়ার আদালত। কাজের সন্ধানে রুমানিয়া থেকে তুরুস্কে গিয়ে ১৯৯৯ সাল থেকে রেলু নিখোঁজ ছিলেন। প্রায় দশ বছর স্বামী রেলুর কোন খোঁজখবর না পেয়ে তাকে মৃত ঘোষণা করে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন তারই স্ত্রী। দেশে ফিরে রেলু ওই ডেথ সার্টিফিকেট বাতিলে আপীল করলে আদালত এ রায় দেয়। -গার্ডিয়ান। ঠাণ্ডায় ফ্লাইট বাতিল ভয়াবহ তুষার ঝড়ে কাঁপছে ইংল্যান্ড। এরই মাঝে ২৫ সেন্টিমিটার বরফের চাদরে ঢাকা পড়েছে পূর্ব ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। এসব এলাকায় তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৭ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াসে। শনিবার ও রবিবার তাপমাত্রা আরও ৫ ডিগ্রী সেলসিয়াস নেমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। প্রচণ্ড ঠাণ্ডা ও তুষারপাতে পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রোর ৭০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। -গার্ডিয়ান।
×