ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধারাবাহিক ‘কমেডি ৪২০’ ২০০তম পর্বে!

প্রকাশিত: ০৩:৪৫, ১৮ মার্চ ২০১৮

ধারাবাহিক ‘কমেডি ৪২০’ ২০০তম পর্বে!

সাজু আহমেদ ॥ বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠান বিশেষ করে ধারাবাহিক নাটক কি কেউ দেখে? সাম্প্রতিক সময়ে এই প্রশ্নে নানা বিতর্ক লেগেই আছে। তবে বিতর্কের সার সংক্ষেপ এই যে বিদেশী চ্যানেলের নাটকগুলোর কনটেন্ট এবং নির্মাণশৈলির কাছে মার খাচ্ছে বাংলাদেশের নাটক। তবে এর মধ্যে দুএকটা ভাল নাটক যে হচ্ছে না তা নয়। তবে সে সংখ্যা আরও বাড়াতে এবং বাংলাদেশের নাটকের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এ বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নেয়ার কথাও বলা হচ্ছে। বলা হচ্ছে যে ভাল গল্প, দক্ষ নির্মাতা ও সংশ্লিষ্টদের মেধার যথাযথ প্রয়োগ এবং শিল্পীদের প্রাণবন্ত অভিনয়ের পাশাপাশি বিরুক্তিকর বিজ্ঞাপন বিরতির ব্যপ্তি কমাতে হবে। তাহলেই বাংলাদেশের নাটক তার ঐতিহ্য অনুযায়ী আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। তবে মাসের পর মাস বছরের পর বছর এ নিয়ে আলোচনা সমালোচনা হলেও বিষয়ের উন্নতি খুব একটা চোখে পড়েনি। তার পরেও চ্যানেল সংখ্যা বাড়ার কারণেই অসংখ্য নাটক নির্মিত এবং প্রচার হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি নাটকের এক শ, দুই শ’ এমনকি ছয় শ’ থেকে সাত শ’ পর্ব প্রচার হয়েছে। এ অবস্থায় উল্টো প্রশ্ন নাটক যদি দর্শক নাইবা দেখে তাহলে একটি নাটক এতগুলো পর্ব অতিক্রম করল কিভাবে? এই যখন অবস্থা তখন বৈশাখী টেলিভিশনের ‘কমেডি-৪২০’ নামে মেগা ধারাবাহিক নাটকটি ২০০ পর্ব প্রচার পার করছে। সপ্তাহে প্রতি শনি, রবি ও সোমবার এ নাটকটি প্রচার হচ্ছে। ১৭ মার্চ শনিবার রাত ৮-৪০ মিনিটে এই ধারাবাহিকের ২০০তম পর্ব প্রচার হয়। নাটকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে এটি বাংলাদেশের বিভিন্ন এলাকার আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম মেগা ধারাবাহিক। নাটকটি দর্শকপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বলেও তারা দাবি করছে। আসলে কি তাই? প্রশ্ন আসে আবারও। কোন শ্রেণীর দর্শক দেখছে এই নাটকটি? সেটাও খতিয়ে দেখার সময় এসেছে। টিপু আলমের গল্পে ‘কমেডি-৪২০’ নাটকটি রচনা করছেন আকাশ রঞ্জন এবং পরিচালনা করছেন ফরিদুল হাসান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, মীর সাব্বির, অহনা, আলভি, মুনিরা মিঠু, আ খ ম হাসান, হুমাইরা হিমু, সিদ্দিক, কচি খন্দকার, আমিন আজাদ, তারিক স্বপ, মম মোরশেদ, শামিম আহমেদ, হিমে হাফিজ, সঞ্জিব, সানজিদা তন্ময়, তমাল, আলউল রুমি, শফিক খান দিলু, আলামিন সবুজ, হায়দার, নওসিন, কাজী উজ্জল, টুটুল চৌধুরী, মিষ্টি মারিয়া, তন্দ্রা, রোমানা স্বর্ণা, সুজাত শিমুল, আইরিন তানি, তুষার মাহমুদ, তিতান, প্রমুখ। মেগা ধারাবাহিক নাটক ‘কমেডি ৪২০’ নিয়ে বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম বলেন, মানুষ সারাদিন কর্ম-ক্লান্তির পর চায় একটু শান্তি ও স্বস্তি। সেই জাগতিক শান্তি ও স্বস্তির কথা চিন্তা করে; আমি এই ‘কমেডি ৪২০’ গল্পটি ভেবেছি। যাতে কমেডির রঙ্গ-ভঙ্গের মাধ্যমে মানুষ বিনোদন পায়। আমার আশা পূর্ণ হয়েছে। গল্পটি দর্শক সুন্দরভাবে নিয়েছে। নাটকটি সম্পর্কে পরিচালক ফরিদুল হাসান বলেন-আমি দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই তারা আমার নাটকটিকে ভালভাবে নিয়েছেন। তারা যদি ভালভাবে না নিত তাহলে নাটকটি এই পর্যন্ত আনা সম্ভব হতো না। আমার দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। আমি চেষ্টা করব নতুন নতুন আঙ্গিকে আরও সুন্দর সুন্দর এপিসড আপনাদের সামনে উপস্থাপন করা। ‘কমেডি ৪২০’ নাটকের লেখক আকাশ রঞ্জন বলেন, টিপু আলম স্যারের সুরে সুর মিলিয়ে আমিও বলতে চাই মানুষ সারাদিন পরিশ্রম করার পর মানুষ একটু বিনোদন চায়। মানুষের সেই বিনোদন দিতে আমার লেখা চালিয়ে যাচ্ছি। এদিকে ‘কমেডি ৪২০’ নাটকের ২০০তম পর্ব প্রচার উপলক্ষে ১৫ মার্চ রাতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ের আয়োজন করেন পরিচালক ফরিদুল হাসান। নাটকের শিল্পী ও কলাকুশলী ছাড়াও এতে উপস্থিত ছিলেন, বৈশাখী টিভির ডিএমডি ও প্রধান সম্পাদক টিপু আলম, প্রধান উপদেষ্টা অনুষ্ঠান ও বিপণন বেনু শর্মা।
×