ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাসরিনের কথায় বাশারের ‘স্বপ্ন ভাঙা মন’

প্রকাশিত: ০৩:৪৭, ১৮ মার্চ ২০১৮

নাসরিনের কথায় বাশারের ‘স্বপ্ন ভাঙা মন’

স্টাফ রিপোর্টার ॥ গীতিকবি নাসরিন ইসলামের লেখা ‘স্বপ্ন ভাঙা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন ‘জল রং’ খ্যাত তরুণ কণ্ঠশিল্পী খায়রুল বাশার। খায়রুল বাশারের ‘স্বপ্ন ভাঙা মন’ শীর্ষক এই গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করছেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক সজীব দাস। ‘ভালবাসি স্বপ্ন ভাঙ্গার মন, এই মনে হয় স্বপ্নের বিচরণ, সময়ের অপেক্ষায় মনকে বোঝাই, দিনগুলো যাচ্ছে যেমন তেমন, চলোনা স্বপ্ন বেধে রাখি, ভালবাসি স্বপ্ন ভাঙ্গা মন’ এমন কথার গানটি লিখেছেন তরুণ সম্ভাবনাময় গীতিকবি নাসরিন ইসলাম। তিনি খায়রুল বাশারের জীবন সঙ্গিনী। এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় সঙ্গীতশিল্পী খায়রুল বাশার। সম্প্রতি অন্তর্জালে রিলিজ হয়েছে শিল্পী খায়রুল বাশারের ‘জলরঙ’ শিরোনামের গানের লিরিক্যাল ভিডিও । দ্বৈত এই গানটিতে খায়রুল বাশারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী ন্যান্সি। রেজাউর রহমান রিজভীর লেখা এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন দেশের প্রথিতযশা সঙ্গীত পরিচালক সজীব দাশ। গান নিয়েই বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাশার। এ ছাড়া সজীব দাসের সুর ও সঙ্গীতে প্রথম একক এ্যালবামের কাজ এগিয়ে নিচ্ছেন বাশার। এ্যালবামে মোট তিনটি গান থাকবে। ‘জলরঙ’ ছাড়া অন্য দুটি গান হলো, ‘আনকোরা চোখ’ এবং ‘তোমার উষ্ণ ছোঁয়ায়’। গান লিখেছেন রেজাউর রহমান রিজভী, রাকীব হাসান রুহুল ও তাকের আনন্দ। তিনটি গানেরই সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। মাইলস্টোন কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন খায়রুল বাশার। নিয়ম করে চলে গানের রেওয়াজ। ছোটবেলা থেকেই কিছু একটা করার তীব্র বাসনা ছিল খায়রুল বাশারের। থেকে টুকটাক গাইতে পারতেন বাশার। অবশেষে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। অচিরেই তার এ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে।
×