ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৩:৫৯, ১৮ মার্চ ২০১৮

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

শিক্ষক, হাইমচর কলেজ হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ ১। ব্রক্ষ্মা কিসের দেবতা ? (ক) ধ্বংসের (খ) সৃষ্টির (গ) আনন্দের (ঘ) বিরহের। ২। মনসা দেবীর পুত্রের নাম কী ? (ক) আস্তিক (খ) অস্তিক (গ) বাসুকী (ঘ) বীরাসন। ৩। ভক্তের আঙ্খাকা পূরণ হয়- (i) মানবসেবা করলে (ii) দেব-দেবীর পূজা করলে (iii) শিব পূজা করলে। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i ও iii। নিচের অনুচ্ছেদটি পড় ৪এবং৫নং প্রশ্নের উত্তর দাওঃকমলবাবু জীবনে চলার পথে নানারকম বাধা-বিপত্তির সম্মুখীন হন।তার একমাত্র পুত্রও মাঝে মাঝে নানানধরনের পীড়ায় আক্রান্ত হন।এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি এক দেবতার পূজা করে সফলতা পান। ৪। সকল বাধা-বিপত্তি অতিক্রম করতে চাইলে কোন দেবতার পূজা করা উচিৎ ? ক) লক্ষ্মি দেবীর (খ) মনসা দেবীর (গ) শনি দেবের (ঘ) নারায়ণের। ৫। উক্ত দেবতার পূজা করলে- (i) সাপের ভয় থাকে না (ii) মনে শান্তি থাকে (ররর) অধর্মের পথ থেকে ধর্ম পথে ফিরে আসা যায়। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii । ৬। পৌরাণিক দেবতাদের উল্লেখ আছে কোন গ্রন্থে- (ক) পুরাণে (খ) বেদে (গ) মহাভারতে (ঘ) গীতায় । ৭। শনি দেবতা যাঁদের পুত্র- (i) সূর্যের (ii) চন্দ্রের (iii) ছায়ার। নিচের কোনটি সঠিক ক) i (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ii ও iii। ৮। পূজার কোন উপকরণের সাথে সজীবতার সম্পর্ক রয়েছে ? (ক) চন্দন (খ) প্রদীপ (গ) আ¤্রপল্লব (ঘ) পান-সুপারী। ৯। হিন্দুরা পারিবারিক সুখ-শান্তি অর্জনের জন্য কোন দেবতার পূজা করে ? (ক) সুর্য (খ) ইন্দ্র (গ) শনি (ঘ) নারায়ণ। ১০। হিন্দুধর্মাবলম্বরী শনিপূজায় মেতে ওঠেন- (র) বিভিন্ন ধরনের পীড়া থেকে মুক্তি পাবার জন্য (রর) মনে শান্তি বজায় রাখার জন্য (ররর) বিদ্যালাভের জন্য। নিচের কোনটি সঠিক (ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii। ১১। নারায়ণ পূজার উদ্দেশ্য কী ? (ক) পারিবারিক সুখ-শান্তি অর্জন (খ) বিদ্যা অর্জন (গ) সম্পদ অর্জন (ঘ) শক্তি অর্জন। ১২। নারায়ণ পূজার শিক্ষা হিসেবে আমরা গ্রহণ করবো- (i) সন্তান-সন্তুতি দায়িত্বের সঙ্গে পালন (ii) সকল জীবকে দায়িত্বের সঙ্গে পালন (iii) দুষ্টের দমন। নিচের কোনটি সঠিক (ক) i (খ) iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৩। শনি দেবতার পূজার মাধ্যমে- (i) শত্রুকে বশে আনা যায় (ii) পারিবারিক শান্তি বজায় থাকে (iii) দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। নিচের কোনটি সঠিক (ক) i (খ) ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii উত্তর ঃ ১(খ), ২(ক), ৩(গ), ৪(গ), ৫(খ), ৬(ক), ৭(খ), ৮(গ), ৯(ঘ), ১০(খ), ১১(ক), ১২(ঘ), ১৩(গ)।
×