ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

প্রকাশিত: ০৪:২১, ১৮ মার্চ ২০১৮

সোনারগাঁয়ে ট্রাক চাপায় স্কুল শিক্ষিকা নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ট্রাকচাপায় তাহমিনা আক্তার শিউলি (৪০) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। নিহত তাহমিনা আক্তার শিউলি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। পুলিশ জানায়, স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার শিউলী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শনিবার দুপুরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক ওই স্কুল শিক্ষিকাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুরে দুই নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ দু’জন নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার মিঠিপুর ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উপজেলার মিঠিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আনোয়ারুল ইসলাম (৪৫) ও তার বন্ধু ব্যবসায়ী সাদেকুল ইসলাম মোটরসাইকেলযোগে উপজেলা সদরে আসার সময় একটি নির্মাণাধীন ব্রিজের ওপর থেকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার সকাল ১০ টায় তাদের মৃত্যু হয়। ঝিনাইদহে এক নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাহাঙ্গীর আলম কোরবান (৩০) নামে একজন নিহত অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোরবান চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের নুর ইসলামের ছেলে। শরীয়তপুর নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার লোনসিং-নড়িয়া রোডে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে আঘাত পেয়ে দশম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম রুবেল ছৈয়াল। সে নড়িয়া উপজেলার লোনসিং বকুলতলা গ্রামের রোস্তম ছৈয়ালের পুত্র এবং লোনসিং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। কুড়িগ্রামে গৃহবধূ স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, কুড়িগ্রাম-রংপুর সড়কে ডে-কোচ ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নুরজাহান বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও ছয় অটোযাত্রী। গুরুতর আহত জাহেরা (৪৮) ও লিমা (৩৫) কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের এলজিইডি গেট এলাকায়। নওগাঁয় হেলপার নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় যাত্রীবাহী বাস ও ভটভটির সংঘর্ষে আল আমিন ওরফে মালু (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাটের অদূরে ঝাঁঝরের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালু উপজেলার সতিহাট শ্রীরামপুর এলাকার ইসমাইল হোসেন কাজীর ছেলে। তিনি নিরাপদ পরিবহন বাসের হেলপার ছিলেন। রূপগঞ্জে বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, ট্রাকের ধাক্কায় মনির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় চালক ও অপর আরোহী গুরুতর আহত হন। শনিবার বিকাল ৫টায় উপজেলার তারাবো বিশ^রোড এলাকায় ঘটে এঘটনা। নিহত মনির হোসেন নরসিংদীর রায়পুরের শান্তিপুর এলাকার মঞ্জুর আলীর ছেলে। জানা গেছে, শনিবার বিকালে দ্রুতগামী ট্রাক তারাবো বিশ^রোড গোলচত্বওে মোটরসাইকেলকে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়।
×