ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিমান বিধ্বস্তে বেঁচে যাওয়া কবিরের উন্নত চিকিৎসার দাবি

প্রকাশিত: ০৪:২৫, ১৮ মার্চ ২০১৮

বিমান বিধ্বস্তে বেঁচে যাওয়া কবিরের উন্নত চিকিৎসার দাবি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৭ মার্চ ॥ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানে অর্ধশতাধিক নিহত হয়। আহত অবস্থায় ভাগ্যক্রমে বেঁচে যায় ১০ জন। নেপালের হাসপাতালে চিকিৎসাধীন এই দশজনের একজন শিবচরের কবির মাদবর। তার শরীরের বিভিন্ন অংশ অগ্নিদগ্ধ হয়ে, পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে দ্রুত সুস্থ করে দেশে ফিরিয়ে আনার দাবি করেছেন তার পরিবার। জানা গেছে, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃত মোকসেদ মাদবরের ছেলে কবির মাদবর (৪৫) দীর্ঘদিন ধরে ঢাকায় উত্তরার কোটবাড়ি মাস্টারপাড়া এলাকায় সপরিবারে বসবাস করছেন। তিনি নেপাল ও বাংলাদেশে কসমেটিক্স ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক প্রয়োজনে তিনি মাঝেমধ্যে নেপালে যাতায়াত করতেন। এ কারণে কবির মাদবরও সেদিন ইউএস-বাংলা বিমানে নেপাল যাত্রা করেন। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলা বিমানে থাকা ৩৬ বাংলাদেশীর মধ্যে চারজন ক্রু এবং ২২ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হলেও গুরুতর আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে যায় ১০ জন।
×