ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৬, ১৮ মার্চ ২০১৮

টুকরো খবর

কুকুরের কামড়ে আহত ২৬ নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৭ মার্চ ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ও সরল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ২৬ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই কুকুরটির তা-ব অব্যাহত রেখেছে। পাগলা কুকুরের কামড়ে আহত ২৬ ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জানা যায়, উত্তর জলদী থেকে শুরু হয়ে সরল জালিয়াঘাটা পর্যন্ত পাগলা কুকুর কামড়ে ২৬ জন ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উপজেলা হাসপাতালে ভ্যাকসিন সাপ্লাই পর্যাপ্ত থাকে না। যখন পাগলা কুকুর কামড়ালে দুটি ভ্যাকসিন দিতে হয়। এটি যেহেতু পাগলা কুকুর তাই রোগীদের আর আই জি (জওএ) ভ্যাকসিন দিতে হবে। ১৯৫ মণ জাটকা জব্দ ॥ আটক ৯ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলার মেঘনা নদীর ধুলখোলা পয়েন্টে ইঞ্জিন চালিত ট্রলার বোঝাই ১৯৫ মণ জাটকাসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার রাতের এই অভিযানে আটককৃতদের শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং জব্দ হওয়া জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, জব্দকৃত জাটকাগুলো শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। শনিবার আটককৃতদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। বিদ্যুত সংযোগ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ মার্চ ॥ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের আরাজী ডাঙ্গীপুকুর গ্রামের ৬৩টি বসতবাড়ি ও ৩টি দাতব্য প্রতিষ্ঠানে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার গড়েয়া মহিলা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এ সময় তিনি ওই কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার ও গড়েয়া মহিলা টেকনিক্যাল এ্যান্ড কলেজের সভাপতি আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, মহিলা বিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি প্রমুখ। বিকাশের মাধ্যমে দারোগার ঘুষ গ্রহণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ইয়াবাসহ এক যুবককে আটক করার অভিযোগ এনে তাকে ছেড়ে দেয়ার জন্য তার বিধবা মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে এএসআই কর্তৃক ঘুষ গ্রহণের বিষয়টি নিয়ে সর্বত্র ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার জন্য ঘুষখোর দারোগা আমিনুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন। ঘটনাটি জেলার উজিরপুর মডেল থানার। শনিবার সকালে উপজেলার শিকারপুরের মু-পাশা গ্রামের মৃত মোশারফ খানের স্ত্রী রেবা বেগম জানান, বৃহস্পতিবার রাতে থানার দারোগা আমিনুল ইসলাম তার পুত্র শামিম খানকে (৩০) আটক করে তার দেহ তল্লাশি করে। ওই সময় আমিনুলের কাছে কিছু না পেয়েও তাকে (বিধবা রেবা) জানানো হয় শামিমের কাছে ৫০ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। কেয়ারটেকার গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চলেছে বলে অভিযোগ হয়েছে। ধর্ষণের চেষ্টাকারী অভিযুক্ত আল মামুন (২৮) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতনে বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। বন্দর থানা পুলিশ জানায়, এলাকার কলসিদীঘির একটি ভবনে পরিবারের সঙ্গে বসবাস করে আসছে পাঁচ বছরের এ শিশু। গেল ১৫ মার্চ বিকেলে চকলেট দেয়ার লোভে ফেলে তাকে ডেকে নেয় বাড়ির কেয়ারটেকার আল মামুন। ভবনটির একটি কক্ষে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে উচ্চস্বরে কান্নাকাটি শুরু করে। শিশুকণ্ঠের কান্নাকাটি শুনে আশপাশে থাকা লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। শনিবার এ বিষয়ে চট্টগ্রাম বন্দর থানায় অভিযোগ করা হলে মামুনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৭ মার্চ ॥ সীতাকু-ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা আনুমানিক (৩৪) নারী নিহত হয়েছে। শনিবার দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারী ওভার ব্রিজের নিচে রেললাইনে এ ঘটনা ঘটে। জানা গেছে, দুপুরের দিকে উপজেলার ভাটিয়ারী ওভার ব্রিজের নিচে চট্টগ্রামমুখী রেললাইনে একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারী। পরে স্থানীয়রা বিষয়টি ভাটিয়ারী স্টেশন মাস্টারকে অবগত করে। স্টেশন মাস্টার বিষয়টি রেলওয়ে জিআরপি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ডায়রিয়ায় জেলের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ মার্চ ॥ কলাপাড়া পৌরশহরসহ, গ্রামীণ জনপদে ডায়রিয়ায় প্রকোপ বেড়েছে। গত দশ দিনে উপজেলার ডায়রিয়ায় আক্রান্ত ৮৩ রোগী কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শুক্রবার দিবাগত রাত সোয়া একটায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসার পথে জেলে খোকন দাস (৩০) মারা গেছে। তার বাড়ি কক্সবাজারের বড়তলীর চাকুরিয়া গ্রামে। বাবার নাম অযোদ্ধা দাস। হাসপাতালে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যার সব বেড রোগীতে পরিপূর্ণ। ডায়রিয়ায় আক্রান্তরা সিট না পেয়ে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিচ্ছে। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সিলভার জয়ন্তী স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে শনিবার বসেছিল পুনর্মিলনী। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলায় পরিণত হবে বিদ্যালয় ক্যাম্পাস। এই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ জামাতা বর্ণাঢ্য শিক্ষাবিদ প্রফেসর ড. সফিক আহম্মেদ সিদ্দিক। তিনি আয়োজনটির উদ্বোধন করেন। বিশেষ অতিথির ভাষণ দেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। ৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল হালিমের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সাবেক সচিব ও উদযাপন কমিটির কো- চেয়ারম্যান মোঃ শামসুল হক। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম আবুল কাসেম। এদিকে শ্রীনগরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ৫শ’ শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও গ্রাফিক নভেল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলার এম রহমান শপিং কমপ্লেক্সের সামনে ব্যতিক্রমী এই আয়োজনের বেশ কয়েকজন তারকা অংশ নেন। কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কিমিটির সাবেক সহ-সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গোলাম সারোয়ার কবিরের উদ্যোগে এর আয়োজন শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর দু’টি করে বই উপহার দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি চিত্রনায়ক ফারুক। অনুষ্ঠান উদ্বোধন করেন গোলাম সারোয়ার কবির।
×