ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিশু দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ

প্রকাশিত: ০৪:২৭, ১৮ মার্চ ২০১৮

শিশু দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়েছে। এ দিন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাদের। রাজশাহী নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। ‘বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ স্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে দিবসটি। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারী ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে অর্পণ করা হয় শ্রদ্ধাঞ্জলি। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক এম. খুরশীদ হোসেন, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহাবুবর রহমান, জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ, সমাজসেবী শাহীন আক্তার রেণী ও রাজশাহী সিটির প্রথম মেয়র এ্যাডভোকেট আবদুল হাদি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। দিবসটি উপলক্ষে সকালে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। সাধারণ সম্পাদক ডাবলু সরকার সভা পরিচালনা করেন। খুলনা শনিবার খুলনায় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, শিশু সমাবেশ প্রভৃতি। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় শিশু সমাবেশ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক। জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবীর, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, শিশু অতিথি মোঃ মাহাথি ইসলাম এবং ফাইরাজ মালিহা। কুমিল্লা শনিবার কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে শিশু সমাবেশ ও র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের, জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, সিভিল সার্জন মুজিবুর রহমান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবির, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নগরীর বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। এর আগে আ ক ম বাহাউদ্দিন এমপির নেতৃত্বে নগর উদ্যানসংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বেলা ১১টায় নগরীর রানীরবাজার এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা, মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। রংপুর শনিবার সকাল ১০ টায় নগরীর ডিসির মোড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচীর সূচনা করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদের নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন, রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশ প্রশাসন, রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে সিটি কর্পোরেশন পুষ্পমাল্য অর্পণ করে। এ ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এর পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগরীর শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। কিশোরগঞ্জ শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে পুরাতন স্টেডিয়াম থেকে মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকম-লী-শিক্ষার্থীরা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়। এছাড়াও শিশু সমাবেশ, হাসপাতাল, জেলখানা, এতিমখানা, সরকারী শিশু পরিবার (বালক-বালিকা) সমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল পৌর পার্কের বিজয় স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, শোভাযাত্রা, স্বাধীনতা প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের আপ্যায়ন, সদর হাসপাতালে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তদান কর্মসূচী, বিভিন্ন মসজিদ, মন্দির গীর্জা ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সরকারী শিশু পরিবার (বালক ও বালিকা) শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়া পৌর পার্কে শহীদ মিনার চত্বরে সন্ধ্যে ৭টায় বঙ্গবন্ধু জীবনী ভিত্তিক প্রামাণ্য চলচিত্র প্রদর্শন। বাগেরহাট শনিবার সকালে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, হেপী বড়াল এমপি, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রমুখ। নাটোর শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসক শাহিনা খাতুনের নেতৃতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় হয়ে সরকারী গণগ্রন্থাগার কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ। পরে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে, জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এবং নাটোর পৌরসভায় আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও অলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুর শনিবার সকালে কালেক্টরেট ভবন অঙ্গনে স্থাপিত অস্থায়ী বেদিতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এরপর পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক র‌্যালি শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) রফিকুল হাসান গনি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। লক্ষ্মীপুর সকালে কালেক্টরেট ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। পরে স্থানীয় সামাদ স্কুল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল ইসলাম, ইকবাল হোসেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা ফরিদা ইয়াসমিন লিকা প্রমুখ। বগুড়া শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিশু সমাবেশ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা স্কুলের মাঠে শিশু সমাবেশ করা হয়। পরে একটি শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা স্কুল প্রাঙ্গণে শিশু সমাবেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এর আগে সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি শোভাযাত্রা বের হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা সকালে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, রেডক্রিসেন্ট সোসাইটি, উদীচী, শতদল, বঙ্গবন্ধু পরিষদ ও প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন শহরের মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল পৌনে ন’টায় বের করা হয় আনন্দ র‌্যালি। সকাল ৯টায় পাবলিক হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মঈনউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, সিভিল সার্জন তাজুল ইসলাম, এ্যাডভোকেট আমিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নূরুল আমিন, এসএম বজলুল কাদের,গাজী মোজাম্মেল হোসেন টুকু, কেশবরঞ্জন সরকার প্রমুখ। ভোলা শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসক মোহাম্মদ মাকসুদ আলম ছিদ্দিক,পুলিশ সুপার মোঃ মোকতার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী অংশ নেয়। এছাড়াও ওবায়দুল হক কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত থাকার পাশাপাশি বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলমাম, ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ প্রমুখ। গাজীপুর ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস শনিবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল হতে দিনভর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ল্যাব ও রেডিওলজির সকল পরীক্ষায় বিশেষ মূল্য ছাড়, বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান, বিনামূল্যে ডায়েটারি পরামর্শ প্রদান এবং বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে এতিমখানার শিশুদের নিয়ে কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল এ কর্মসূচীর উদ্বোধন করেন। এসময় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌফিক বিন ইসমাইল বিশেষ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির মেডিক্যাল ডিরেক্টর ডাঃ রাজীব হাসান, চীফ নার্সিং অফিসার নরলিজা কেমিন, চীফ ফিন্যান্সিয়াল অফিসার নূর আদিলা বিনতি শুইবসহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। মাগুরা শনিবার মাগুরায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ২০১৮ উদযাপিত হয়েছে । জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সাড়ে ৯টায় কালেকটরেট প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে নোমানি ময়দানে গিয়ে শেষ হয় । র‌্যালিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। নোমানি ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার আজিম আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কু-ুু, জেলা আওয়ামী লীগ সভাপতি তানজেল হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া শনিবার সকালে জেলা প্রশাসন আয়োজিত র‌্যালিটি শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পৌর মেয়র নায়ার কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরাকরী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তেন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ সদস্য রআম উবায়দুল মোকতাদির চৌধুরী। নড়াইল জেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঐ স্থান থেকে একটি আনন্দ র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোঃ জসিমউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা দিবসটি উপলক্ষে বিশিষ্ট অর্থোপেডিক সার্জন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালের প্রাক্তন অধ্যাপক ডাঃ মাহবুব হোসেন মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, আলোচনা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলার খাসকররা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচী পালিত হয়। আজ শনিবার সকাল আটটায় ডাঃ মাহবুব হোসেন মেহেদী দিনব্যাপী এসব কর্মসূচীর উদ্বোধন করেন। কুষ্টিয়া শনিবার সকাল থেকে নানা কর্মসূচী পালন করা হয়। এদিন সকাল ৯টায় শহরের মজমপুরগেটে স্থাপিত বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের কর্মকর্তা-কর্মচারী ও নেতৃবৃন্দ। এরপর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। এসব কর্মসূচীতে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান হাবিব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিন্টুসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনব্যাপী শিশুদের মাঝে কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। পঞ্চগড় শনিবার সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সরকারী অডিটরিয়াম চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেয়। পরে নবনির্মিত মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করে কেক কাটা হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক প্রিয় সিন্ধু তালুকদারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল প্রমুখ। সিরাজগঞ্জ শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দান করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর এ দিবস উপলক্ষে অফিসার্স ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্লাব চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ কেএম হোসেন আলী হাসান প্রমুখ অংশগ্রহণ করেন। ঝিনাইদহ শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান কনককান্তি দাস প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মৌলভীবাজার শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা স্থানীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পু¯পস্তবক অর্পণ করে। পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে কয়েক শ’ ছাত্রছাত্রীর উপস্থিতিতে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, স্বাধীনতা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুন্সীগঞ্জ শনিবার সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশেই কেক কাটা হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক সাংসদ আলহাজ মমতাজ বেগম, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আালম পিপিএম, সিভিল সার্জন হাবিবুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. মীর মাহফুজুল হক, পৌর মেয়র মোহাম্মদ হাজী ফয়সাল বিপ্লব, মুক্তিযোদ্ধা এম এ কাদের মোল্লা। যশোর শনিবার সকালে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন শোভাযাত্রাসহকারে যশোর শহরস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কর্মসূচী শুরু করেন। পরে সেখানে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল, পুলিশ সুপার আনিসুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যশোর জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ। নারায়ণগঞ্জ শনিবার সকালে চাষাঢ়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ নেতৃবৃন্দ। জেলা প্রশাসন শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দুুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী। দুপুরে নগরীর কলেজ রোড এলাকায় সরকারী তোলারাম কলেজে বঙ্গবন্ধুর জন্মদিনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। নীলফামারী শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে বক্তৃতা দেন সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার আহ্বায়ক জোনাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী পরে সেখানে শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা ও শিশু মেলা অনুষ্ঠিত হয়। পাবনা শনিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, এন এস আই যুগ্ম পরিচালক আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্কয়ারের আবাসিক পরিচালক দবিরউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান ,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, স্থানীয় সরকার উপ-পরিচালক সালমা খাতুনসহ বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা , রচনা প্রতিযোগিতা, শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন, স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি ও খাদ্য স¤পর্কে আলোচনা, আলোচনা সভা, পুরুস্কার বিতরণী, ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ চলচ্চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবন ও মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক সপ্তাহব্যাপী পুস্তক ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেষ হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিন, পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, আব্দুল লতিফ খান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এদিন সকালে জিলা স্কুল মাঠ থেকে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরনো কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল মালেক এমপি। বক্তব্য রাাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আহসান হাবিব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, জেলা শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন প্রমুখ । হবিগঞ্জ শনিবার বেলা ১১টায় শহরের রূপালী ম্যানশন সড়কের আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে এমপি আবু জাহির, ডিসি মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার বিধান ত্রিপুরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ আনসার-ভিডিপি, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরবর্তীতে জাতির জনকের ছবি সংবলিত নানা সেøাগানে ভরপুর প্ল্যাকার্ড হাতে শহরে বের করা হয় এক র‌্যালি। জয়পুরহাট আনন্দ র‌্যালি, আলোচনাসভা, বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক এবং ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মাঠ হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষর্থীসহ নানা শ্রেণী-পেশার হাজার হাজার লোকের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনাসভা, ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এরপর অনুষ্ঠিত আলেচনা সভায় সামছুল আলম দুদু এমপি, জেলা প্রশাসক মোঃ মোকাম্মেল হক, সিভিল সার্জন হাবিবুল আহসান তালুকদার, পরিবার পরিকল্পনা অধিদফতরের অতিরিক্ত পরিচালক ডাঃ জোবায়ের গালিব বক্তব্য রাখেন।
×