ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কৌশলগত বিনিয়োগকারী পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা

প্রকাশিত: ০৪:৩০, ১৮ মার্চ ২০১৮

কৌশলগত বিনিয়োগকারী পর্যালোচনা কমিটির প্রতিবেদন জমা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারীর বিষয়ে গঠিত পর্যালোচনা কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। আগামী কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও মো। মুখপাত্র সাইফুর রহমান। তিনি বলেন, কমিটি বৃহস্পতিবার কমিশনের নিকট প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের আগামী সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে। এর আগে কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে ডিএসইর পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্তের প্রস্তাব গত ২২ ফেব্রুয়ারি বিএসইসিতে জমা দেয়া হয়। ওই দিন বিএসইসি এই প্রস্তাব যাচাই-বাছাই করার জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দেয় কমিশন। ১০ কার্যদিবস সময় দিলেও নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে না পেরে সময় বাড়ানোর জন্য আবেদন করে কমিটি। পরে কমিটিকে ১৫ মার্চ পর্যন্ত সময় দেয় সংস্থাটি। গঠিত কমিটি কিছু বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি বুধবার ডিএসইর দেয়া প্রস্তাবের ওপর বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি ইস্যু করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
×