ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার অর্থ দিয়ে ফেসবুকের এ্যাপ ব্যবহার

প্রকাশিত: ০৪:৩৪, ১৮ মার্চ ২০১৮

এবার অর্থ দিয়ে ফেসবুকের এ্যাপ ব্যবহার

অর্থ পরিশোধ করে ওয়াই-ফাই ব্যবহার করতে দেবে এমন এক এ্যাপ এনেছে ফেসবুক। উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য ইতোমধ্যে গুগল প্লে স্টোরে আনা হয়েছে এই এ্যাপ। নিজেদের বিতরণ করা ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সমন্বয় করে চলবে ‘এক্সপ্রেস ওয়াই-ফাই’ নামের এ্যাপটি। ব্যবহারকারীদের সহজে ডেটা প্যাক কিনতে ও কাছের হটস্পট খুঁজে পেতে এ্যাপটি সহায়তা করবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ। এ্যাপটি বর্তমানে শুধু ইন্দোনেশিয়া আর কেনিয়াতে পাওয়া গেলেও, বর্তমানে স্থানীয় সেবা হিসেবে পাঁচটি দেশে এক্সপ্রেস ওয়াই-ফাই নেটওয়ার্কের সেবা দিচ্ছে ফেসবুক। দেশগুলো হচ্ছে, কেনিয়া, ভারত, তাঞ্জানিয়া, নাইজেরিয়া আর ইন্দোনেশিয়া। এই ওয়াই-ফাই নেটওয়ার্কের জন্য ফেসবুক স্থানীয় যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়াই-ফাই হটস্পট পরিচালনা করছে সেগুলোর ওপর নির্ভর করে। -অর্থনৈতিক রিপোর্টার মিনিকেট চালের সঙ্কটের আশঙ্কা পহেলা বৈশাখের হালখাতা সামনে রেখে সরবরাহ বন্ধ রেখেছেন মিল মালিকরা, ফলে শিগগিরই কমছে না মিনিকেট চালের দাম। এমনকী সামনের সপ্তাহগুলোতে দেশের বাজারে মিনিকেট চাল সঙ্কটের আশঙ্কাও করছেন পাইকাররা। যদিও ভারত থেকে আমদানি অব্যাহত থাকায় মোটা চালের দাম কমার আভাস মিলছে পাইকারি পর্যায়ে। বর্তমানে বাজারে সাধারণ মানুষের চাহিদার শীর্ষে থাকা চালের মধ্যে অন্যতম মিনিকেট। দেখতে চিকন ও ঝকঝকে হওয়ায় অন্যান্য চালের চেয়ে দামও বেশি মিনিকেট চালের। গেলবছর দেশে বন্যার পর ঘাটতি মেটাতে চাল আমদানি শুরু করে সরকার। এরই প্রভাবে পাইকারি পর্যায়ে বর্তমানে গুটিস্বর্ণা, আটাশ ও পাইজামসহ অন্যান্য মোটা চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৩৮-৪৮ টাকার মধ্যে। তবে ইতিবাচক কোন পরিবর্তন আসেনি মিনিকেট চালের দরে। বেশ চড়া দামেই মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে ৫৮-৬২ টাকার মধ্যে। -অর্থনৈতিক রিপোর্টার
×