ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেশে কোন অর্থনৈতিক সঙ্কট নেই ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ০৪:৪০, ১৮ মার্চ ২০১৮

দেশে কোন অর্থনৈতিক সঙ্কট নেই ॥ অর্থমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, টাঙ্গাইল, ১৭ মার্চ ॥ বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর বিশ্ব নন্দিত ও শ্রেষ্ঠ মানুষের একজন। শিশুরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় পাত্র ছিল। তিনি মানুষের নাড়ি নক্ষত্র বুঝতেন। ১৯৬৯ সালে নির্বাচন ঘোষণা ছিল তার আন্তরিক লক্ষ্যবস্তু। তিনি কখনও মাথা নত করেননি। তিনি ছিলেন একজন অসীম সাহসের শুদ্ধ মানুষ। শনিবার দুপুরে ভারতেশ্বরী হোমস আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। মন্ত্রী ছাত্রীদের উদ্দেশে বলেন, শিশুদের জ্ঞান অর্জন অতি প্রয়োজন। তোমাদের সুন্দর, সত্য, ও ন্যায়ের মধ্যে থাকতে হবে। তোমরা কখনও মাথা নত করবে না। আজকের শিশুরাই ভারতেশ্বরী হোমস থেকে জীবনের সেই শিক্ষা নিচ্ছে। হেলিকপ্টারযোগে সকাল দশটা ২০ মিনিটে কুমুদিনী হাসপাতালের মাঠে মন্ত্রী নামেন। গাড়িতে কুমুদিনী কমপ্লেক্সের লাইব্রেরিতে পৌঁছালে সেখানে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতি সাহা ও কুমুদিনী হাসপাতালের ডাক্তার ও নার্সরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন, সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন। কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের প্রতিভা মুৎসুদ্দি হলে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং ভারতেশ্বরী হোমসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে শ্রীমতি সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, ধাত্রী বিদ্যা বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক শাহেলা খাতুন, ভারতেশ্বরী হোমসের শিক্ষক হেনা সুলাতানা, অষ্টম শ্রেণীর ছাত্রী চিন্ময়ী চন্দ। পরে মন্ত্রী ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, তার কন্যা সামিনা মুহিত। মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দেশে কোন অর্থনৈতিক সঙ্কট নেই। আগামী বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি থেকে সর্বোচ্চ ৪ লাখ ৭৫ হাজার কোটি টাকা। সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে প্রতি বছরের ন্যায় পরিধি এবং পরিমাণ বৃদ্ধি পাবে বলেও সাংবাদিকদের জানান। আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির কোন প্রতিনিধি থাকবে না। কারণ তারা সংসদে নির্বাচিত পার্টি না। এ কারণে তাদের প্রতিনিধিত্ব থাকবে না। এটি খালেদা জিয়ার নির্বুদ্ধিতার কারণেই হয়েছে। এর আগে মন্ত্রী বেলা বারটায় ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন এবং হোমস ছাত্রীদের প্রকাশিত দেয়াল পত্রিকা উদ্বোধন করেন। বেলা সাড়ে তিনটার দিকে মন্ত্রী কুমুদিনী হাসপাতালের নতুন আইসিও ওয়ার্ড উদ্বোধন করেন।
×