ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৪:৪১, ১৮ মার্চ ২০১৮

বিভিন্ন প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস শনিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনসমূহ। ইসলামিক ফাউন্ডেশন ॥ বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালী জাতিকে বিশ্বের বুকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করে গেছেন। যুদ্ধবিদ্ধস্ত দেশকে নিরলস পরিশ্রম করে একটি শক্ত অবস্থানে দাঁড় করিয়েছিলেন তিনি। জাতির জনক আমাদের একটি পতাকা ও একটি সংগীত দিয়েছেন, দিয়ে গেছেন একটি স্বাধীন মানচিত্র। শনিবার বেলা ১১টায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মুকাররম মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান। জাতির জনক বিশ্ব ইজতেমার জন্য তুরাগের তীরে ও কাকরাইল মসজিদের জন্য জায়গা বরাদ্দ করেছিলেন। তিনি এই স্বাধীন বাংলায় রেসকোর্স ময়দানে ঘোড়দৌড় ও মদ জুয়ার আসর বন্ধ করেছিলেন। তিনি ছিলেন প্রকৃত একজন দেশপ্রেমিক ও খাঁটি মুসলমান। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের গবর্নর শায়খ আল্লামা গোলাম মওলা নকশেবন্দী বলেন, বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ এ দেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। ইসলাম ধর্মের ক্ষতি হয় এমন কোন কাজ বঙ্গবন্ধু করেছেন এমন একটি উদাহরণ কেউ দেখাতে পারবে না। প্রধান আলোচকের বক্তব্যে আই জি আর ও সিনিয়র জেলা ও দায়রা জজ খান মোঃ আব্দুল মান্নান বলেন, বঙ্গবন্ধু একজন ধার্মিক মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর ইসলামিক চেতনা না থাকলে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করতেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব বিসর্জন দিয়ে ৭ মার্চ রেসকোর্সের ময়দানে তিনি যে রাষ্ট্রনায়কোচিত ভাষণ দিয়েছিলেন তার প্রতিটি লাইন, শব্দ ও অক্ষর বিশ্লেষণযোগ্য। বেপজা ॥ বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী পালন করেছে। এই উপলক্ষে নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খানের নেতৃত্বে বেপজার উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে ঢাকার নির্বাহী দফতরে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক কর্মকা- নিয়ে বিশদ আলোচনা করা হয় ও তাঁর উপর নির্মিত প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বিএসপি, এনডিসি, পিএসসি, জনাব জিল্লুর রহমান, এনডিসি, সদস্য (বিনিয়োগ উন্নয়ন), জনাব মোঃ মোসাদ্দেক আলী, সদস্য (প্রকৌশল), জনাব মোঃ মিজানুর রহমান, সদস্য (অর্থ), জনাব মোঃ নবীরুল ইসলাম, সচিব ও বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকগণসহ বেপজার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। স্বাস্থ্য অধিদফতর ॥ ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল-বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা, জাতীয় পর্যায়ের হাসপাতাল থেকে কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সকল সরকারী হাসপাতালে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা। বাংলাদেশ শিশু একাডেমী ॥ শিশু একাডেমীর মুক্ত মঞ্চে শুক্রবার, বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত ১১ দিনব্যাপী (২৬ মার্চ পর্যন্ত) বাংলাদেশ শিশু একাডেমী বইমেলা-২০১৮ এর শুভ উদ্বোধনী ঘোষণা করেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক আনজীর লিটন এবং প্রকাশকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরও প্রকাশনের স্বত্বাধিকারী আলমগীর মল্লিক।
×