ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৪:৪১, ১৮ মার্চ ২০১৮

আবুল মনসুর আহমদের মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ৩৯তম মৃত্যুবার্ষিকী রবিবার। এ উপলক্ষে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ ও জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৩ মার্চ বিকেল ৪টায় মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, (সামাজিক বিজ্ঞান অনুষদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আবুল মনসুর আহমদের খোঁজে; বুদ্ধদেব বসুর সাথে তর্কের সূত্র ধরে’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন গবেষক মোহাম্মদ আজম, আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী ও গবেষক মোরশেদ শফিউল হাসান। আগামী ২১ এপ্রিল কলকাতায় নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেন্টার ফর ল্যাংগুয়েজ ট্রান্সলেশন এ্যান্ড কালচারাল স্টাডিজ স্কুল অব হিউমিনিটিজ ও আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে। -বিজ্ঞপ্তি ভারতে কংগ্রেস নেতাদের সঙ্গে আওয়ামী প্রতিনিধি দলের বৈঠক বিশেষ প্রতিনিধি ॥ ভারতের বিরোধীদল কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে সফররত ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা। দলটির নবনির্বাচিত সভাপতি রাহুল গান্ধী, সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং দেশটির বর্তমান সংসদের বিরোধীদলের উপনেতা আনন্দ শর্মা আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করেন।
×