ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালের টয়লেট থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত: ০৪:৪২, ১৮ মার্চ ২০১৮

শাহজালালের টয়লেট থেকে তিন কেজি স্বর্ণ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকার একটি টয়লেট থেকে তিন কেজি স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। শুক্রবার রাত দেড়টার দিকে এ স্বর্ণ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের একটি দল বোর্ডিং ব্রিজ এলাকায় অবস্থান করছিল। রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৯নং বোর্ডিং ব্রিজের কাছাকাছি এলাকায় একটি টয়লেটের ময়লার ঝুড়ি থেকে ১ কেজি ওজনের ৩টি বার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। এ স্বর্ণ উদ্ধারের ঘটনায় কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে । বরিশালে গৃহবধূকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ পূর্ব শত্রুতার জেরধরে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন সংলগ্ন চতুর্থ হাউজিং এলাকায় রতœা সরকার (১৯) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহতের বোন সোনিয়া জানান, পূর্ব শত্রুতার জেরধরে পার্শ্ববর্তী সুকুমার বৈদ্য তার স্ত্রী তুলি বৈদ্য ও তাদের পুত্র শুভ্র বৈদ্য শুক্রবার দুপুরে আকস্মিক হামলা চালিয়ে রতœাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত রতœার স্বামী লিংকন সরকার জানান, তিনি স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত এক মাস পূর্বে রত্মাকে তার বোনের বাসায় রাখা হয়েছে।
×