ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোন দল নির্বাচনে না এলেও আমাদের কিছু করার নেই ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৪৮, ১৮ মার্চ ২০১৮

কোন দল নির্বাচনে না এলেও আমাদের কিছু করার নেই ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আগামী নির্বাচন জাতির জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেছেন, বাংলাদেশ আজ যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। অন্ধকারের বাংলাদেশ হবে, নাকি আলোর বাংলাদেশ হবে- আগামী নির্বাচনেই তার ফায়সালা হবে। আর দলবিহীন নয়, আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচন করব। সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন হবে, তাতে কোন দল এলো বা না এলো তাতে বর্তমান সরকার বা আওয়ামী লীগের কিছু করার নেই। শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত একাধিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ নাসিম বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কড়া সমালোচনা করে বলেন, খালেদা জিয়া আজ জেলে আছেন এই মওদুদ আহমদের জন্য। এই আইনজীবীর জন্য খালেদা জিয়া পার্লামেন্ট ও রাস্তা দুটোই হারিয়েছেন। তাই এই আইনজীবী যতদিন আছে আপনার (খালেদা জিয়া) মুক্তির কোন সম্ভাবনা নেই। আর মওদুদ আহমদ বলেছেন, সরকারের পতন নাকি সময়ের ব্যাপার মাত্র! মওদুদ সাহেব ভুলে গিয়েছেন তাঁর নেত্রী খালেদা জিয়া তাঁকে জেলে পাঠিয়েছিলেন। এবার যদি পতন হয় তাহলে খালেদা জিয়ার হবে, শেখ হাসিনার নয়। ‘বিরোধী দলবিহীন আরেকটি নির্বাচনের নীলনক্সা করছে সরকার’- ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে ১৪ দলের কেন্দ্রীয় এই মুখপাত্র বলেন, দলবিহীন নয়, জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করব। কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার, ঠিক করবে নির্বাচন কমিশন। তবে সারাবিশ্বে নির্বাচন যেভাবে হয়, বাংলাদেশেও যেভাবে নির্বাচন হবে। এই নির্বাচন হবে জনগণকে সঙ্গে নিয়ে, কোন দলের জন্য এই নির্বাচন ঠেকে থাকবে না। প্রধান আলোচক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বর্তমান সরকারের ৯ বছরের সফলতার জন্যই জাতিসংঘ আমাদের স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু সহজ ছিল না। স্বাধীনতার সময় পাকিস্তানের মতোই এই ৯ বছরে বিএনপি-জামায়াত উন্নয়নের পথে বাধার সৃষ্টি করেছে। বিএনপির কথা বলতে দলটির নেতাদের লজ্জা হওয়া উচিত। দলটির শীর্ষ নেতা এতিমের টাকা আত্মসাত করায় এখন সাজাপ্রাপ্ত কয়েদি। আলোচনা সভায় আরও বক্তব্যে রাখেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। এদিকে শনিবার দুপুরে আজিমপুর এতিম খানায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেন, আমরা কোন দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই না। কোন দল যদি নির্বাচনে না আসে তাহলে আমাদের কি করার আছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আগামী নির্বাচন করব। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের বাহিরে যাব না। সংবিধানের বাহিরে যাবার সুযোগ আমাদের নেই। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান মেনে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি রাজধানীর ১৫টি স্পটে দুস্থদের মধ্যে এ খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে রাজধানীর উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজ আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন মোহাম্মদ নাসিম। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আরিফুর রহমান টিটুর সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দিলীপ রায়, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোঃ আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কে এম মনোয়ার উল ইসলাম বিপুল প্রমুখ বক্তব্য রাখেন।
×