ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জন্মদিনে সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

প্রকাশিত: ০৫:৫০, ১৮ মার্চ ২০১৮

বঙ্গবন্ধুর জন্মদিনে সব সরকারী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার দেশের সব সরকারী হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে এদিন সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগ খোলা রেখে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম চলে। আর দুপুর বারোটা থেকে একটার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সরকারী হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। রাজধানীর প্রতিটি সরকারী হাসপাতালের বহির্বিভাগে রোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ জনকণ্ঠকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার দেশের সব সরকারী হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আমি রাজধানীর কয়েকটি সরকারী হাসপাতাল পরিদর্শন করেছি। কার্যদিবসের তুলনায় বেশি রোগীর আগমন লক্ষ্য করা গেছে। প্রতিটি হাসপাতালের বহির্বিভাগে ছিল রোগীদের উপচেপড়া ভিড়। কার্যদিবসে সেবা প্রদানের বিপরীতে নামমাত্র ফি রাখা হয়। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবসে তা প্রদান করতে হয় না। এদিন প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সদস্যরা রোগী দেখেছেন। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে দেশের প্রতিটি সরকারী চিকিৎসা প্রতিষ্ঠানে এ সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানান অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। রাজধানীর বিভিন্ন হাসপাতাল সরেজমিন ঘুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের চিত্র দেখা গেছে। সকাল ন’টার আগেই রাজধানীর শেরে বাংলা নগরের সোহরাওয়ার্দী হাসপাতালে আসতে থাকেন রোগীরা। এদিন বিনা টাকায় চিকিৎসাসেবা নিতে আসা লোকজন অধিকাংশই দরিদ্র পরিবারের। যারা টাকা খরচ করে চিকিৎসকদের সাক্ষাত পাওয়ার সামর্থ্য রাখেন না। এ হাসপাতালে দেড় হাজারের বেশি রোগীকে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করা হয়। এই হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া জানান, এমনিতেই সরকারী হাসপাতালে ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়ে থাকে। তবে অন্যদিন রোগীদের কাছ থেকে নামমাত্র ইউজার ফি রাখা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শনিবার রোগীদের পুরোপুরি বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে সীমিত সময়ের মধ্যে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে পেরে আমাদেরও ভাল লাগছে। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে বলে জানান অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া। একইভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০১৮ উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালে বর্ণাঢ্য র‌্যালি, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, শিশুদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই বিতরণ এবং ভর্তিকৃত রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন ইত্যাদি কর্মসূচী পালিত হয়। প্রধান অতিথি হিসেবে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা এবং বিশেষ অতিথি ঢাকা শিশু হাসপাতালের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া এবং ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মোঃ মোতাহার হোসেন (সাজু)। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এবং উপ-পরিচালক (হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডাঃঃ মোঃ আবু তৈয়ব। এদিন এই হাসপাতালে ৮ শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৮ উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন, সকাল ১০টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়। সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন ও নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে ৫ হাজার ৬৮০ রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করেন। এর মধ্যে মেডিসিন অনুষদে ২ হাজার ৯০০, সার্জারি অনুষদে ১ হাজার ৭০০ এবং ডেন্টাল অনুষদে ১ হাজার ৮০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে ৩০ জনের ব্লাড গ্রুপ নির্ণয় ও ২০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।
×