ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিয়া চ্যারিটেবল ও একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা শেষের পথে

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ মার্চ ২০১৮

জিয়া চ্যারিটেবল ও একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা শেষের পথে

বিকাশ দত্ত ॥ বিএনপির দুই শীর্ষ নেতা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা চলমান রয়েছে। এর মধ্যে খালেদা জিয়াকে জিয়া এতিমখানা মামলায় এবং তারেক রহমানকে জিয়া এতিমখানা ও অর্থপাচার মামলায় দ- দেয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়ার চ্যারিটেবল মামলা এবং তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলাটি প্রায় শেষের দিকে। সংশ্লিষ্ট মামলার আইনজীবীগণ বলেছেন, শীঘ্রই এ দুটি মামলার রায় ঘোষণা করা হতে পারে। এ ছাড়া তারেক রহমানের বক্তব্য প্রচারের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। পাশাপশি পাঁচটি আত্মসমর্পণেরও নির্দেশ রয়েছে হাইকোর্টের। এ দিকে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা পেয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিনের বিরুদ্ধে লিভ টু আপীল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাষ্ট্রপক্ষ। আজ রবিবার এ দুটি আপীলের ওপর শুনানি হবে আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। কার্যতালিকায় ৯ ও ১০ নম্বর মামলাটি রাখা হয়েছে। এ দিকে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জনকণ্ঠকে বলেন, আপীল বিভাগ আমাদেরকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপীল করতে বলেছেন। আমরা দুদকের পক্ষ থেকে লিভ টু আপীল করেছি। একইসঙ্গে এই লিভ টু আপীলের শুনানিকালে খালেদা জিয়ার জামিন আদেশ যেন স্থগিত রাখা হয় সেজন্যও আরেকটি প্রার্থনা রেখেছি। আজ রবিবার এই আবেদনের ওপর শুনানি হবে। এ দিকে দুদকের পাশাপাশি রাষ্ট্রপক্ষ থেকেও হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপীল দায়ের করা হয়েছে। একইসঙ্গে এই লিভ টু আপীলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত রাখতে দুদকের মতো পৃথক আরেকটি প্রার্থনাও জানিয়েছে রাষ্ট্রপক্ষ। খুরশীদ আলম খান আরও বলেন মূল আবেদনের শুনানি হলে এগুলো ও একই সঙ্গে হয়ে যাবে। এ দিকে জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি আবেদন আজ রবিবারের তালিকায় রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রীমকোর্টের ওয়েবসাইটের ৯ এবং ১০ নম্বরে রয়েছে। একুশে আগস্ট মামলা ॥ স্পর্শকাতর ও বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আসামিপক্ষ পরবর্তী যুক্তিতর্কের জন্য ১৮, ২১ ও ২২ মার্চ দিন ধার্য করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। এ মামলায় এ পর্যন্ত ২৫ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলার চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান জনকণ্ঠকে বলেন, রাষ্ট্রপক্ষ থেকে যুক্তিতর্ক শেষ করা হয়েছে। এখন আসামি পক্ষের যুক্তিতর্ক চলছে। আসামি পক্ষ ২৫ জনের যুক্তিতর্ক শেষ করেছে। বাকি যাদের আছে, যদিও আসামিপক্ষ নানাভাবে সময় ক্ষেপণ করছে । আশা করছি অতিদ্রুত বিচার এবং মামলা নিষ্পত্তি হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ এ মামলায় ৫২ জন আসামি রয়েছে।
×