ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কে বলেছে বুড়ো, আমি এখনও তরুণ ॥ এরশাদ

প্রকাশিত: ০৬:০২, ১৮ মার্চ ২০১৮

কে বলেছে বুড়ো, আমি এখনও তরুণ ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নিজেকে আশি বছরেরও বেশি উল্লেখ করে হুসেইন মুহাম্মদ এরশাদ বললেন ‘কে বলেছে আমি বুড়ো হয়েছি, আমি এখনও তরুণ। বেঁচে থাকতেই আমি জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই।’ শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বগুড়া পর্যটন মোটেলে পার্টির রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এরশাদ বলেন ‘বলা হয় উন্নয়নের সড়ক। আমি তো উন্নয়নের এই সড়কে খানা খন্দক দেখতে পাই। জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় গিয়ে এই খানা খন্দক বন্ধ করবে। মানুষ দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। চায় জাতীয় পার্টিকে।’ আগামী ২৪ মার্চ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশকে কেন্দ্র করে বগুড়ায় এই প্রতিনিধি সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতৃবৃন্দ। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, রংপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আক্তার, মনিরুল ইসলাম মিলন। বগুড়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এইচ এম এরশাদ বলেন, তিনি যেখানেই গেছেন সেখানেই লক্ষ্য করেছেন মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি মানুষের ভালবাসা পেয়ে আশাতীত ক্ষমতা অর্জন করেছে। এই শক্তি নিয়ে আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবে। তিনি বলেন ‘আমার মনে কোন হিংসা নেই। আমরা অন্যায় করিনি। আমরা ক্ষমতায় গেলে বিএনপি আওয়ামী লীগ সেফ থাকে। আমি কাউকে বন্দী করিনি। আমরা ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়। মানুষ স্বস্তিতে বাস করে। আমার সময় মানুষ সবচেয়ে বেশি ভাল ছিল। দেশের মানুষ আগের সেই দিন ফেরত চায়।’
×