ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘নাগিন নাচে’ উৎসব? বাংলাদেশ-ভারত ফাইনাল দিয়ে নিদাহাস ট্রফির ফয়সালা আজ

শিরোপা-উদযাপনের অপেক্ষায় টাইগাররা!

প্রকাশিত: ০৬:২০, ১৮ মার্চ ২০১৮

শিরোপা-উদযাপনের অপেক্ষায় টাইগাররা!

মিথুন আশরাফ ॥ বিশ্ব ক্রিকেটে একটি নাচের ভঙ্গি এখন তুমুল আলোচনায়। সেটি ‘নাগিন নাচ’। যে নাচ জিতলেই করছেন বাংলাদেশ ক্রিকেটাররা। আজ নিদাহাস ট্রফির ফাইনাল খেলা হবে। বাংলাদেশ ও ভারত ম্যাচটিতে মুখোমুখি হবে। যে দল জিতবে শিরোপা তাদের হয়ে যাবে। সবার মনে এখন একটাই প্রশ্ন, ‘নাগিন নাচে’ আজও কী উৎসবে মাতবে বাংলাদেশ? ভারত-বাংলাদেশ ফাইনাল শেষেই তা বোঝা যাবে। এ দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে। ম্যাচটিতে জিততে চায় দুই দলই। জিতলেই যে শিরোপা নিজেদের হয়ে যাবে। ভারত এ টুর্নামেন্টে শুরু থেকেই ফেবারিট ছিল। দলটি প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হোঁচট খেয়ে যেন আরও বিধ্বংসী হয়ে উঠেছে। তাতে করে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে প্রথম ম্যাচ হেরেই সাবধান হয়ে গেছে। এরপর বাংলাদেশকে ৬ উইকেটে, শ্রীলঙ্কাকে ৬ উইকেটে, আবার বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। টুর্নামেন্টে ভারতের সঙ্গে স্বাগতিক শ্রীলঙ্কা ও বাংলাদেশ খেলেছে। সবার আগে ফাইনালে উঠেছে ভারত। সেই তুলনায় বাংলাদেশ দুটি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জিতেই টুর্নামেন্ট জমিয়ে তোলে বাংলাদেশ। এরপর আবার ভারতের কাছে ১৭ রানে হারে। গ্রুপপর্বের খেলার শেষ ম্যাচে গিয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে নেয় বাংলাদেশ। আর তাতে করে ভারতের বিপক্ষে আজ ফাইনালে খেলবে বাংলাদেশ। এর আগে টি২০তে কোন টুর্নামেন্টে তিনবার ফাইনালে খেলে ভারত। দুইবারই জিতে। প্রথমবার ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে খেলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০১৪ সালের টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে হারে। সর্বশেষ ২০১৬ সালের এশিয়া কাপ টি২০তে ফাইনালে খেলে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে ভারত। তিনবার ফাইনালে খেলার অভিজ্ঞতা আছে ভারতের। এর মধ্যে দুইবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। সেই তুলনায় বাংলাদেশ একবার মাত্র টি২০ টুর্নামেন্টের ফাইনালে খেলতে পেরেছে। দেশের মাটিতে হওয়া ২০১৬ সালের এশিয়া কাপ টি২০তে ফাইনালে খেলে ভারতের কাছে হেরে বাংলাদেশ রানার্সআপ হয়। ফাইনালে খেলার অভিজ্ঞতা খুবই কম। স্বাভাবিকভাবেই চাপ থাকবে। সেই চাপ এখন নিতে পারলেই হয়। ভারত ও বাংলাদেশের মধ্যকার ফাইনাল খেলায় স্বাভাবিকভাবেই ফেবারিট থাকছে ভারত। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে কোন টি২০ জিততে পারেনি বাংলাদেশ। এমনকি এবার নিদাহাস ট্রফিতে গ্রুপপর্বের লড়াইয়েও দুইবারই হেরেছে বাংলাদেশ। টি২০ টুর্নামেন্টের ফাইনাল হিসেব করলেও অবস্থা বাংলাদেশেরই খারাপ। ২০১৬ সালে এশিয়া কাপ টি২০তে ভারতের বিপক্ষে ফাইনালে লড়াই করে হারে বাংলাদেশ। এছাড়াও ভারতের বিপক্ষে ৭টি টি২০ খেলে একটিতেও জিততে পারেনি। তবে টি২০ খেলা এমন যে দল দিনটিতে ভাল করতে পারে তারাই জিতে। বাংলাদেশ যেহেতু আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তাতে ফাইনালে জিততেও পারে। যদিও এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে কোন ফাইনাল খেলে জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই আশা পূরণ হতেও পারে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েও যেতে পারে। আর চ্যাম্পিয়ন হলেই তো মিলবে ‘নাগিন নাচ’। শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে টানা দুই টি২০তে হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে টানা দুই টি২০তে হেরে প্রতিশোধ নিয়েছে। এবার কী তাহলে ভারতের পালা? এর আগে যদিও কখনই ভারতকে হারানো যায়নি, এবার হলেও হতে পারে। দলে যোগ হয়েছেন সাকিব আল হাসান। যিনি শ্রীলঙ্কার বিপক্ষে ‘অঘোষিত সেমিফাইনালে’ দেখিয়েছেন ঝলক। সাকিবকে যে কি দরকার তা বুঝিয়েও দিয়েছেন। তার অন্তর্ভুক্তিতে দলও জিতে ফাইনালে উঠেছে। যদিও ম্যাচটি শ্বাসরুদ্ধকর হয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদের এক ছক্কাতেই শেষে অক্কা পেয়েছে শ্রীলঙ্কা। জমজমাট একটি ম্যাচ হয়েছে। ক্লাইম্যাক্সে ভরা ম্যাচ। শেষ পর্যন্ত জয় বাংলাদেশেরই হয়েছে। আর জয়ের পর বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েও দিয়েছেন, ভারতের বিপক্ষেও জিততে চান। সাকিব বলেছেন, ‘এরচেয়ে ভাল ম্যাচ আর হতে পারে না। টি২০ ম্যাচে এরচেয়ে বেশি কিছু আর আশা করা যায় না। সবকিছুই ছিল। এখন ফাইনালে ভারতকেও হারাতে চাই। আমি চাই শ্রীলঙ্কার দর্শকরা আমাদের সমর্থন দেবে। আমরা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারতকে হারানো যাবে। আর হারানো গেলে শিরোপা জেতার উৎসব হবে। সেই উৎসবে ‘নাগিন নাচে’র পসরাও সাজবে।
×