ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ ॥ আজ শুরু হতে যাওয়া একাদশ রাউন্ড শেষে আরও তিনটি দলের সুপার লীগে ওঠা নিশ্চিত হবে

রেলিগেশন শঙ্কায় মোহামেডান

প্রকাশিত: ০৬:২৪, ১৮ মার্চ ২০১৮

রেলিগেশন শঙ্কায় মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সুপার লীগে খেলা নিয়ে মহাবিপাকে পড়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলটি শেষ পর্যন্ত সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন নাও করতে পারে। সুপার লীগের হিসেবের আগে তো মোহামেডানকে রেলিগেশন লীগ খেলা থেকে নিজেদের বাঁচানোর জন্যই মাঠে নামতে হবে। আজ লীগের এগারতম ও শেষ রাউন্ড শুরু হবে। এ রাউন্ড শেষেই মোহামেডানের সুপার লীগে খেলার ভাগ্য নির্ধারণ হবে। সেই সঙ্গে রেলিগেশন থেকে বাঁচার ভাগ্যও চূড়ান্ত হবে। মঙ্গলবার কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে মোহামেডানের খেলা রয়েছে। ম্যাচটি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। এ ম্যাচটিতে মোহামেডান যদি হারে তাহলে সুপার লীগে কোনভাবেই খেলতে পারবে না। ১০ ম্যাচে ৪ জয়ের সঙ্গে একটি ম্যাচ টাই হওয়ায় ৯ পয়েন্ট পেয়েছে মোহামেডান। হেরেছে ৫টি ম্যাচে। কলাবাগানের বিপক্ষে যদি জিতে তাহলেও সুপার লীগে খেলা নিশ্চিত নয় মোহামেডানের। এজন্য যে পয়েন্ট তালিকায় মোহামেডানের ওপরে থাকা অন্য দলগুলোকে হারতে হবে। আর যদি হারে তাহলে রেলিগেশন লীগও খেলতে হতে পারে মোহামেডানকে। পয়েন্ট তালিকায় মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট কম থাকা ব্রাদার্স যদি এ রাউন্ডে জিতে আর মোহামেডান হারে তাহলে মোহামেডানকে রেলিগেশন লীগ খেলতে হবে। তিনটি দল সুপার লীগে খেলা নিশ্চিত করে নিয়েছে। আবাহনী লিমিটেড, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। লীগে খেলছে ১২টি দল। প্রতিটি দল ১১টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ৬টি দল উঠবে সুপার লীগে। পয়েন্ট তালিকার সেরা ছয়টি দল সুপার লীগে খেলবে। পরের তিনটি দল আগামী মৌসুমে খেলার যোগ্যতা অর্জন করে রাখবে। আর নিচের তিনটি দল খেলবে রেলিগেশন লীগে। সেখান থেকে পয়েন্ট তালিকার সেরা দল আগামী মৌসুমে লীগে খেলবে। বাকি দুটি দল প্রথম বিভাগে নেমে যাবে। সুপার লীগে আবাহনী, দোলেশ্বর ও রূপগঞ্জ উঠে গেছে। আর রেলিগেশন লীগ নিশ্চিতভাবে খেলতে হবে কলাবাগান ক্রীড়াচক্র ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এখন সুপার লীগে কোন্ তিনটি দল উঠবে? তা এগারতম রাউন্ড শেষে নিশ্চিত হবে। বাকি স্থানগুলোও এই রাউন্ড শেষেই নিশ্চিত হয়ে যাবে। আজ এগারতম রাউন্ডে আবাহনী-শাইনপুকুর ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স-প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-খেলাঘর সমাজকল্যাণ সমিতি লড়াই করবে। মঙ্গলবার রূপগঞ্জ-অগ্রণী ব্যাংক, মোহামেডান-কলাবাগান, শেখ জামাল-ব্রাদার্স মুখোমুখি হবে। দুইদিনে ছয়টি ম্যাচ শেষেই সব পরিষ্কার হয়ে যাবে। তবে আপাতত বিপত্তিতেই আছে মোহামেডান। লীগে এ মুহূর্তে আবাহনী ও রূপগঞ্জের ১৪ পয়েন্ট করে আছে। প্রাইম দোলেশ্বরের আছে ১৩ পয়েন্ট। এরপর খেলাঘরের ১২, শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপের ১০ পয়েন্ট করে আছে। এরপর মোহামেডানের ৯, ব্রাদার্সের ৮, অগ্রণী ব্যাংকের ৬ ও কলাবাগানের ৪ পয়েন্ট রয়েছে। আবাহনী, রূপগঞ্জ, দোলেশ্বর ছাড়া বাকি তিনদল সুপার লীগে খেলবে। সেই তিন দল মিলবে খেলাঘর, শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ, মোহামেডান ও ব্রাদার্সের মধ্যে। এ দলগুলোর মধ্যে খেলাঘরের সুপার লীগে ওঠার সম্ভাবনা অনেক বেশি। কারণ দলটি গাজী গ্রুপ, শেখ জামাল ও মোহামেডানকে হারিয়ে রেখেছে। যদি পয়েন্ট সমান হয়ে যায় তখন ‘হেড টু হেড’ বিবেচনাতে সবার আগে খেলাঘরই সুপার লীগে খেলবে। তাদের পয়েন্টও বেশি। তাদের সুপার লীগে খেলা নিশ্চিত, তাও যেন বলে দেয়া যায়। শেখ জামালেরও ভাল সুযোগ রয়েছে। দলটি খেলবে ব্রাদার্সের বিপক্ষে। জেতার সম্ভাবনাও বেশি। খেলাঘর যদি হারে তাহলে ১২ পয়েন্টই থাকবে। তখন প্রাইম ব্যাংক জিতে হবে ১২ পয়েন্ট। শেখ জামালও যদি জিতে হবে ১২ পয়েন্ট। গাজী গ্রুপের খেলা দোলেশ্বরের বিপক্ষে। গাজী গ্রুপের জেতা কঠিন। গত আসরের চ্যাম্পিয়ন দলটিও তাই বিপদেই আছে। শাইনপুকুরের খেলা আবাহনীর সঙ্গে। দলটি খুবই ভাল খেলছে। জিততেও পারে। আর জিতলেই হবে ১২ পয়েন্ট। মোহামেডান যদি জিতে হবে ১১ পয়েন্ট। তার মানে মোহামেডানের সুপার লীগে খেলার আশা ছেড়ে দিয়েই মাঠে নামতে হবে। ব্রাদার্স জিতলেও লাভ নেই। হবে ১০ পয়েন্ট। তবে মোহামেডান যদি হারে আর ব্রাদার্স জিতে তাহলে ব্রাদার্সের আগামী মৌসুমে লীগ খেলা নিশ্চিত হয়ে থাকবে। মোহামেডানের রেলিগেশন লীগ খেলতে হবে। খেলাঘরের ১২ পয়েন্ট আছে। শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপের মধ্যে যে কোন দুটি দল যদি জিতে, ১২ পয়েন্ট নিয়ে তারাও সুপার লীগে উঠে যেতে পারে। আর যদি শাইনপুকুর, শেখ জামাল, প্রাইম ব্যাংক, গাজী গ্রুপ জিতে তখন সবদলেরই ১২ পয়েন্ট হবে। তখন ‘হেড টু হেড’ বিবেচনা করা হবে। সেই বিবেচনাতে তিনটি দলের সুপার লীগে খেলা নিশ্চিত হবে। যদি ১২ ও ১০ পয়েন্ট করে থাকা সব দলই হারে আর মোহামেডান জিতে; তাহলেই কেবল মোহামেডানের সুপার লীগে খেলার সম্ভাবনা জেগে উঠবে। এখন দেখা যাক, মহাবিপাকে থাকা মোহামেডানের ভাগ্যে আছে কি। সুপার লীগে খেলা কঠিন! তারপরও আশা আছে। আগামী মৌসুমে লীগে খেলা নিশ্চিত করার সুযোগও আছে। তবে মোহামেডানের ভাবনার বিষয় হচ্ছে, যদি হেরে যায়; আর ব্রাদার্স জিতে যায়; তাহলে রেলিগেশন লীগ খেলতে হবে। আর সেটি খেলা তো লজ্জার হবে! ঐতিহ্যবাহী দলটি এখন রেলিগেশন লীগে খেলার শঙ্কা থেকে বাঁচা নিয়েই মহাবিপাকে পড়ে আছে। পয়েন্ট তালিকা দল ম্যাচ জয় হার টাই পয়েন্ট রানরেট আবাহনী ১০ ৭ ৩ ০ ১৪ ০.৭৬৬ রূপগঞ্জ ১০ ৭ ৩ ০ ১৪ ০.৫০০ দোলেশ্বর ১০ ৬ ৩ ১ ১৩ -০.০৪৯ খেলাঘর ১০ ৬ ৪ ০ ১২ -০.২০০ শাইনপুকুর ১০ ৫ ৫ ০ ১০ ০.২৬৩ শেখ জামাল ১০ ৫ ৫ ০ ১০ ০.১০৯ প্রাইম ব্যাংক ১০ ৫ ৫ ০ ১০ ০.১০৮ গাজী গ্রুপ ১০ ৫ ৫ ০ ১০ -০.১২৮ মোহামেডান ১০ ৪ ৫ ১ ৯ -০.০৮৮ ব্রাদার্স ১০ ৪ ৬ ০ ৮ -০.১১৫ অগ্রণী ব্যাংক ১০ ৩ ৭ ০ ৬ -০.৪১১ কলাবাগান ১০ ২ ৮ ০ ৪ -০.৭১৫
×