ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা

প্রকাশিত: ০৬:২৫, ১৮ মার্চ ২০১৮

ভিন্ন ম্যাচে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তবে গত মৌসুমের সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেনি এবার। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলে শিরোপা পুনরুদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গেছেন মেসি-ইনিয়েস্তারা। শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই আজ আবারও মাঠে নামছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। ন্যুক্যাম্পে কাতালানরা স্বাগত জানাবে এ্যাথলেটিক বিলবাওকে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ আতিথ্য দিবে জিরোনাকে। গত সপ্তাহেই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছে বার্সিলোনা। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে বিদায় করে শেষ আটের টিকেট কাটে কাতালানরা। প্রথম লেগে ড্র করার পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে বিধ্বস্ত করে ব্লুজদের। সেই ম্যাচে আলো ছড়িয়েছেন দলের সেরা তারকা লিওনেল মেসি। জোড়া গোল করেছেন এলএম টেন। ঐ ম্যাচে বাকি গোলটি আসে ওসমান ডেম্বেলের পা থেকে। রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে ন্যুক্যাম্পে যোগ দেয়ার ২০০ দিন পর চেলসির বিপক্ষে নিজের প্রথম গোলের দেখা পান ডেম্বেলে। তবে বরুশিয়া ডর্টমুন্ড ছাড়ার পর থেকেই ইনজুরিতে ছিলেন এই ফরাসী তারকা। যে কারণেই নিজের সেরাটা ঢেলে দিতে পারেননি তিনি। এর ফলে অনেকেই অবশ্য ডেম্বেলের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু আর্নেস্তো ভালভার্দে তরুণ প্রতিভাবান এই ফুটবলারের প্রশংসায় পঞ্চমুখ। তার দাবি, এখনও ফুটবলের উজ্জ্বল মুখ এই ডেম্বেলে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (ডেম্বেলে) মোটেও ক্ষতিগ্রস্ত হয়নি। কেননা সে তখন ইনজুরিতে ছিল। এটাই তাকে পেছনে ফেলে দিয়েছিল। তাছাড়া ভিন্ন ধরনের ফুটবল খেলে এখানে এসেছে সে। তবে সে যাই হোক, তার বয়স খুব কম। প্রতিভাবান ফুটবলার হিসেবে তার উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।’ গত মৌসুমে কোন শিরোপাই জিততে পারেনি কাতালান ক্লাবটি। তবে এবার ট্রেবল জয়ের হাতছানি তাদের। স্প্যানিশ লা লিগার শিরোপা উঁচিয়ে ধরাটা এখন তাদের কেবলই সময়ের ব্যাপার। মৌসুমের প্রথম ২৮ ম্যাচ থেকে বার্সিলোনার পয়েন্ট এখন ৭২। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে আর্নেস্তো ভালভার্দের দল। এ্যাটলেটিকো মাদ্রিদের এবার সুযোগ ছিল লীগ শিরোপা পুনরুদ্ধারের। কিন্তু এই বার্সিলোনার কাছে গত মাসে হেরেই সেই স্বপ্ন ফিকে হয়ে যায় তাদের। যবিওবা ডিয়েগো সিমিওনে এখনও লীগ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী। এই মুহূর্তে বার্সিলোনার সমান সংখ্যক ম্যাচ খেলে এ্যাটলেটিকো মাদ্রিদের দখলে ৬৪ পয়েন্ট। লীগে আজ তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। অন্য ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। লীগ শিরোপার আশা আরও আগেই ছেড়ে দেয়া জিনেদিন জিদানের শিষ্যদের সামনে বাধা আজ জিরোনা। এছাড়াও দিনের অন্য ম্যাচগুলোতে সেল্টা ভিগো মুখোমুখি হবে মালাগার এবং লেগানেস খেলবে সেভিয়ার বিপক্ষে। এদিকে পয়েন্ট টেবিলের নিচের সারির দল লেভান্তের কাছে হারলো এইবার। শুক্রবার নিজেদের মাঠে স্প্যানিশ ফুটবল লীগের একমাত্র ম্যাচে লেভান্তে ২-১ গোলে হারায় এইবারকে। এবারের লীগে এটি লেভান্তের পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে গেটাফেকে হারিয়েছিল লেভান্তে। এই জয়ের ফলে ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১৭তম স্থানে রয়েছে লেভান্তে। আর লীগে ১২তম হারে ৩৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকতে হচ্ছে এইবারকে।
×