ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা বিভাগ এ্যালামনাই ॥ স্মৃতিময় কিছু সময়...

প্রকাশিত: ০৬:৩৮, ১৮ মার্চ ২০১৮

বাংলা বিভাগ এ্যালামনাই ॥ স্মৃতিময় কিছু সময়...

উৎসব মানে নতুন সাজ এসো সাজি সৃজনে আজ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রাক্তন ও বর্তমান শিক্ষক আর শিক্ষার্থীদের দু’দিনব্যাপী এ্যালামনাই অনুষ্ঠিত হলো গত ৮ ও ৯ মার্চ। এই দু’দিন প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণসহ বিভিন্ন অনুষ্ঠান মতিহার চত্বরকে করেছে প্রাণবন্ত। রাজশাহী বিশ^বিদ্যালয়ের দ্বিতীয় সম্মিলন ২০১৮ বাংলা বিভাগ এ্যালামনাই ব্যাপক সাড়া ফেলেছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষক আর শিক্ষার্থীদের মাঝে। প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের পেয়ে হারিয়ে গিয়েছিল তারুণ্যের সেই দিনগুলিতে। সকাল থেকে মধ্যরাত পযন্ত ক্লান্তহীনভাবে চলেছিল জম্পেস আড্ডা। তাদের কথা যেন শেষ হতেই চায় না। সকলের একই কথা এই তো সেদিন গাছ-গাছালি আর সবুজ ঘাসে ঢাকা প্রাণের মতিহার ক্যাম্পাস ছেড়ে গিয়েছি। মধ্যরাতে সমাপনী অনুষ্ঠান শেষে বন্ধুদের কাছে বিদায় নেবার সময় নিজের অজান্তেই চোখের জল মুছেছিল সবাই। সবাই বলেছিল আবার যেন দেখা পাই। বাংলা বিভাগের এ্যালামনাই গত ৮ মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সঙ্গীত ও এ্যালামনাই সঙ্গীত পরিবেশনের মাঝে সম্মিলনের উদ্বোধন করেন বিশিষ্ট লোকবিজ্ঞানী ও সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম আবদুল সোবাহান। বিশেষ অতিথি উপ-উপাচর্য প্রফেসার ড. আনন্দ কুমার সাহা। উদ্বোধনের পর প্রাক্তন ও বর্তমান শিক্ষক আর শিক্ষার্থীদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা শহীদুল্লা কলাভবন থেকে বের হয়ে মন্নুজান হল হয়ে দ্বিতীয় বিজ্ঞান ভবন পাড়ি দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ জোহার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদুল্লা কলাভবনে এসে শেষ হয়। এর পর অনুষ্ঠানে প্রফেসর ড. মাযহারুল ইসলাম কলাবিদ পুরস্কার, মোল্লা এবাদত হোসেন গবেষণা সাহিত্য স্মৃতি পদক, কবি মোশতাক দাউদী লিটিল ম্যাগাজিন পুরস্কার, নাট্য বিষয়ে কৃত্বিত্বের জন্য নাট্যশিল্পী আজিজুর রহমান স্মৃতি পুরস্কার, কবিতা গল্প সৃজনশীল লেখালেখির জন্য শাহিদা পারভীন স্মৃতি পদক এবং স্মাতক (সম্মান) পরীক্ষায় এবং প্রথম বর্ষ সম্মান পরীক্ষায় কৃত্বিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। বিকেলে স্মৃতি চারণ ও উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতাপাঠ, আবৃত্তি, নাচ, নাটক পরিবেশিত হয় মধ্যরাত পর্যন্ত। দ্বিতীয় দিন ৯ মার্চ আমতলায় আনন্দ আড্ডা, অবস্থান ও আনন্দ বিচরণ, মুক্ত আলোচনা, আনন্দ বেদনার এবং স্মৃতিচারণ। এর পর কার্যকরী কমিটির নতুন সদস্য নির্বাচন। বিকেলে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি চলে মধ্যরাত পর্যন্ত। বাংলা বিভাগের ৩৩ ব্যাচের শিক্ষার্থী ড. আমীর আলী আজাদ, প্রভাষক রেজাউল করিম রাজু, অভিনেত্রী সাবেরা ইয়াসমীন সীমা জানান এ্যালামনাইয়ের মাধ্যমে বন্ধুদের প্রায় দুই যুগ পর ফিরে পেয়েছি। কত স্মৃতি কত ঘটনা আজ বার বার মনে দোলা দিয়ে যাচ্ছে। এই এ্যালামনাইয়ের মাধ্যমে ডিপার্টমেন্টের অতীত- বর্তমানের সকলের মাঝে সেতু বন্ধন হয়েছে। এবারের এ্যালামনাই এ নিবন্ধনকৃত অ্যালমনাই সদস্য এবং বর্তমানে ছাত্রছাত্রী ও অতিথি মিলিয়ে ১ হাজার জন নিবন্ধন করে যোগ দিয়েছিলেন। রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. অনিক মাহামুদ বলেন, বাংলা বিভাগের এ্যালামনাইয়ের মাধ্যমে আজ আমরা একটি পরিবার। আমাদের অনেক স্বপ্ন আছে এটিকে নিয়ে। আছে আকাক্সক্ষা। স্বপ্ন না থাকলে আকাক্সক্ষার বাস্তবায়ন সম্ভব নয়। সকলের স্বপ্ন আর আকাক্সক্ষার ধরনে ভিন্নতা থাকলেও এ ক্ষেত্রে আমাদের যাত্রা অভিন্ন ও এক সূত্রে গাঁথা। রাজু মোস্তাফিজ
×