ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খালেদার জামিন বহাল থাকবে কি না তা জানা যাবে সোমবার

প্রকাশিত: ১৯:৪৮, ১৮ মার্চ ২০১৮

খালেদার জামিন বহাল থাকবে কি না তা জানা যাবে সোমবার

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের (লিভ টু আপিল) শুনানি শুরু হয় । খালেদা জিয়াকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না, তা জানা যাবে সোমবার। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ বিষয়ে সিদ্ধান্ত দেবে। হাই কোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিলের শুনানি শেষে রোববার আপিল বিভাগ বিষয়টি সোমবার আদেশের জন্য রাখে। সকালে লিভ টু আপিলের শুনানির শুরুতে দুদকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন আইনজীবী খুরশীদ আলম খান। এরপর রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যুক্তি দেখান।
×