ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ১৯:৪৯, ১৮ মার্চ ২০১৮

অস্ট্রেলিয়ায় দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ায় প্রচণ্ড গরম ও ঝড়ো আবহাওয়ায় রোববার ভয়াবহ দাবানলে বিস্তীর্ণ এলাকার ঝোপঝাড় ও ঘাস পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং বহু গবাদি পশু মারা গেছে। স্থানীয়রা অন্যত্র চলে গেছে। শনিবার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভিক্টোরিয়া রাজ্যে বেশ কয়েকটি দাবানয় শুরু হয়। রবিবার বাতাসের গতি পরিবর্তন হলে পরিস্থিতির অবনতি ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার ক্রেইগ লাপসলি রোববার সাংবাদিকদের বলেন, দাবানলে প্রায় ৪০ হাজার হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক’শ গবাদিপশু মারা যাবে। তিনি আরও বলেন, এই ঘটনায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এবিসি চ্যানেল জানিয়েছে, বাড়িগুলো ‘ধ্বংস’ হয়ে গেছে। তিনি আরো বলেন, ‘বড় ধরনের দাবানল জ্বলছে। আমারা নিয়ন্ত্রণে আনার আগেই দাবানলগুলো ছড়িয়ে পড়ছে।’ এদিকে আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে বাতাস বইছে। পশ্চিম ভিক্টোরিয়ার কোলাকে স্থানীয় দমকল কর্মী অ্যান্ড্রু মোরো বলেন, বাতাসের গতিপথ পরিবর্তনের ফলে পূর্বে দুটি বড় দাবানলে ৩ হাজার হেক্টর জমি ও ৬ হাজার ৫শ’ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘আমরা জানি দাবানলে সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।’ মেলবোর্নের দক্ষিণপশ্চিম অবস্থিত তেরাং শহরের কয়েক হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাতাসের গতিপথ পরিবর্তন হলে নতুন করে দাবানল সৃষ্টির আশঙ্কায় স্থানীয়দের বাড়িঘর ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।
×