ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রিসের এজিয়ান সাগরে নৌকা ডুবি ॥ ১৬ জনের মৃত্যু

প্রকাশিত: ২০:২৪, ১৮ মার্চ ২০১৮

গ্রিসের এজিয়ান সাগরে নৌকা ডুবি ॥ ১৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক ॥ গ্রিসের এজিয়ান সাগরের উপকূলে ইউরোপ অভিবাসন প্রত্যাশীদের বহনকারী ছোট নৌকা ডুবে পাঁচটি শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, শনিবার এজিয়ান সাগরে নৌকাটি উল্টে যায় বলে নিশ্চিত করেছেন গ্রিসের কোস্ট গার্ডের দায়িত্বরত কর্মকর্তারা। দুর্ঘটনাটি মূলত গ্রিসের আগাথনিসি দ্বীপে সংগঠিত হয়েছে যেটি তুরস্ক উপকূলের নিকটবর্তী। ঘটনাটি ঘটেছে তুরস্কের উপকূলের অদূরে গ্রিসের আগাফোনিসি দ্বীপের কাছে। যাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও জাতীয়তা নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। গ্রিসের কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেছেন, আরও অন্তত চার জন নিখোঁজ রয়েছেন। অপর তিন জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
×