ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্চের প্রথম ১৫ দিনে বিও হিসাব বেড়েছে ৪ হাজার

প্রকাশিত: ২৩:৪৫, ১৮ মার্চ ২০১৮

মার্চের প্রথম ১৫ দিনে বিও হিসাব বেড়েছে ৪ হাজার

অর্থনৈতিক রিপোর্টার ॥ মার্চ মাসের প্রথম ১৫ দিনে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী বেড়েছে সাড়ে ৪ হাজার। ১৫ মার্চ পর্যন্ত দেশে মোট বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৭ লাখ সাড়ে ৬৯ হাজার। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মার্চের ১৫ দিনে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা দাড়িয়েছে ২৭ লাখ ৬৯ হাজার ৩২১টিতে। যা আগের মাসের অর্থাৎ ফেব্রুয়ারির শেষ দিন ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৫৪৫টিতে। অর্থাৎ মার্চের ১৫ দিনে বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৭৭৬টি। জানা যায়, ২৭ লাখ ৬৯ হাজার ৩২১টি বিও অ্যাকাউন্টের মধ্যে পুরুষ অ্যাকাউন্টের সংখ্যা রয়েছে ২০ লাখ ২২ হাজার ৮৮৩টি। যা ফেব্রুয়ারির শেষ দিন ছিলো ২০ লাখ ১৯ হাজার ৪৬১টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টধারীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৪২২টি। একই সময়ে নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ হাজার ২৯৪টি বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৪ হাজার ৪০৯টিতে। ফেব্রুয়ারির শেষ দিন নারী অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ৭ লাখ ৩৩ হাজার ১১৫টি। আর শেষ একমাসে কোম্পানি অ্যাকাউন্ট ৬০টি বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৯টিতে। এ সময়ে দেশে অবস্থানকারীরা ৪ হাজার ২৫০টি বিও অ্যাকাউন্ট করেছে। যার কারণে দেশি বিনিয়োগকারীদের বিও সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৯৫ হাজার ৮৫১টিতে। ফেব্রুয়ারির শেষ দিন এ সংখ্যা ছিল ২৫ লাখ ৯০ হাজার ৬০১টিতে। আর প্রবাসী বিনিয়োগকারীরা নতুন করে ৪৬৬টি বিও অ্যাকাউন্ট করেছে শেষ ১৫ দিনে। ফেব্রুয়ারিতে প্রবাসীদের বিও ছিল ১ লাখ ৬০ হাজার ৯৭৫টিতে। মার্চের ১৫ দিনে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৪১টিতে।
×