ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টাইগারদের সঙ্গে ডালমিয়াকেও খোঁচাল শ্রীলংকা

প্রকাশিত: ০০:৪০, ১৮ মার্চ ২০১৮

টাইগারদের সঙ্গে ডালমিয়াকেও খোঁচাল শ্রীলংকা

অনলাইন ডেস্ক ॥ শ্রীলংকাতে অনুষ্টিত নিদাহাস ট্রফিতে শুক্রবারের খেলায় স্বাগতিকদের হারিয়ে লংকানদের ক্ষোভের মুখে পড়েছে বাংলাদেশ। সেই ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে লংকান ইংরেজি দৈনিক দ্যা আইল্যান্ডের এক প্রতিবেদনে। পত্রিকাটি বলছে, আর যাই হোক, সাকিব-মাহমুদুল্লাহরা সেদিন মাঠে ক্রিকেটারসুলভ আচরণ করেন নি। আর সাকিবদের এই আচরণের জন্য পত্রিকাটি দায়ী করেছে ভারতীয় ক্রীড়া সংগঠক ও আইসিসি'র সাবেক সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়াকে। কারণ তিনি বাংলাদেশকে টেস্ট মর্যাদা পেতে সহায়তা করেছিলেন। তার সহায়তা না পেলে সাকিবরা মাঠে এমন আচরণ করতে পারতেন না। ডালমিয়াকে নিয়ে ব্যঙ্গ করে পত্রিকাটি লিখেছে, ক্রিকেটে ডালমিয়ার অনেক অবদান রয়েছে। তবে তার ভুলও আছে। আর তা হলো বাংলাদেশকে সাহায্য করা। তিনি সাহায্য না করলে বাংলাদেশ দল আজ এই পর্যায়ে আসতে পারতো না! এছাড়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর পরলোকে যাওয়া ডালমিয়াকে তার এই ভুলের জন্য দু-একটা নয়, মরণোত্তর এক হাজার ডিমেরিট পয়েন্ট দেওয়া উচিৎ!
×