ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেপাল দুর্ঘটনা ॥ ১৭ জনের মরদেহ ফেরানোর প্রস্তুতি

প্রকাশিত: ০০:৪৮, ১৮ মার্চ ২০১৮

নেপাল দুর্ঘটনা ॥ ১৭ জনের মরদেহ ফেরানোর প্রস্তুতি

অনলাইন রিপোর্টার ॥ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ১৭ বাংলাদেশির মরদেহ সোমবার দেশে আনার প্রস্তুতি চলছে। কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ আল আলামুল ইমাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে বাংলাদেশিদের মরদেহ ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। “সরকার প্রস্তুতি নিচ্ছে। তবে ভারত সরকার, নেপাল সরকারের অনুমোদনের বিষয় আছে। এ ব্যাপারগুলো চূড়ান্ত হয়ে গেলেই মরদেহ সোমবার দেশে পাঠানো সম্ভব হবে।” গত ১২ মার্চ ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৭ জন বাংলাদেশিকে শনাক্ত করার পর শনিবার তাদের তালিকা প্রকাশ করে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস। আলামুল ইমাম বলেন, সোমবার আরও কয়েকজনের লাশ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি কেউ আছে কিনা সেটা বিকাল পর্যন্ত জানা যায়নি। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস-বাংলার ওই উড়োজাহাজের ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃত্যু হয় সেদিন। তাদের মধ্যে চার ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি।
×