ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে নির্ধারিত টোলের চেয়ে চার গুন বেশি আদায়ের অভিযোগ

প্রকাশিত: ০১:১১, ১৮ মার্চ ২০১৮

বাউফলে নির্ধারিত টোলের চেয়ে চার গুন বেশি আদায়ের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলের বগা ফেরি ঘাটে চলছে নৈরাজ্য। সরকার নির্ধারিত টোলের চেয়েও তিন-চারগুন বেশি টোল আদায় করা হচ্ছে। আর খেসারত দিচ্ছেন সাধারন মানুষ। জানা গেছে, স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ পটুয়াখালী ৩০ মাসের জন্য বগা ফেরি ঘাট ইজারা প্রদান করেন। ১ কোটি ৯ লাখ ১৬ হাজার টাকায় পটুয়াখালীর মেসার্স আবির নিবির ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ১৬ মার্চ থেকে ইজারা নেয়। সরকারী নিয়মানুযায়ি কন্টেনার, ভারী যন্ত্রপাতি , ভারী মালামাল, সরঞ্জাম পরিবহনে সক্ষম ট্রাক পারাপারের জন্য ১ শ’ ২৫ টাকা, তিন বা ততোধিক এক্সেল বিশিষ্ট ট্রাক, কাভার্ড ট্রাক, ভ্যান, কন্টেনারবাহী ট্রাক , রেকার, ক্রেন এবং অন্যান্য আর্টিকুলেটড যানবান পারাপার ১শ’ টাকা, মিডিয়াম দুই এক্সেল বিশিষ্ট রিজিট ট্রাক ও বানিজ্যিক কাজে ব্যবহৃত ট্রাকটর ট্রেইলর ৫০ টাকা, বড় বাস ৩১ আসন অথবা তদুবর্ধ আসন বিশিষ্ট মটরযান পারাপার ৪৫ টাকা, মিনি ট্রাক, কৃষি কাজে ব্যবহৃ যান, মিনি বাস, কোস্টার, মাইক্রো বাস, ফোর হুইল চালিত যানবাহন, ৪০, ৩০,২৫ ও টাকা এবং সিডান কার, ৩-৪ চাকার মোটরাইজড যান, মটর সাইকেল, রিক্সা ভ্যান, রিক্সা, বাই সাইকেল ও ঠেলা গাড়ি যথাক্রম ১৫ ও ৫ টাকা করে পারাপারের জন্য নির্ধারণ করে দেয়া হলেও ইজারাদার প্রতিষ্ঠান তা মান্য করছেন না। বরং সরকার নির্ধারিত টোলের চেয়ে ৩-৪ গুন বেশি টোল আদায় করছেন। রবিবার দুপুরে সরেজমিন বগা ফেরি ঘাট গিয়ে দেখা গেছে, ঢাকা মেট্রো-ট-১১-১৩৩৭ একটি মালবাহি ট্রাকের ড্রাইভার আবদুর রশিদ অভিযোগ করেন, তিনি ঝালকাঠি থেকে ট্রাকে মাল নিয়ে ওই দিন দুপুরে বগা ফেরি পার হয়েছেন তার কাছ থেকে ৩শ’ টাকা নেয়া হয়েছে। অথচ এর আগে লেবুখালি ফেরিতে (বগা নদীর চেয়ে চার গুন বড় নদী) ২ শ’ টাকা নেয়া হয়েছে। আবদুল জলিল নামের দুমকি গ্রামের এক টমটম চালক অভিযোগ করেন, তিনি মাসের মধ্যে ১২-১৪ বার মালক্রয়ের জন্য বগা বন্দরে আসেন। তার কাছ থেকে বগা ফেরি পারাপারের সময় খালী গাড়ি থেকে ৫০ ও মালবাহি গাড়ি থেকে ১শ টাকা টোল নেয়া হয়েছে। তাকে কোন রশিদ দেয়া হয়নি। আবুল হোসেন নামের বরিশালের এক মাইক্রো বাস চালক অভিযোগ করেন, তিনি সকালে খালি গাড়ি নিয়ে ঢাকা মেট্রো-চ-১৩ -০৭৭২) বগা ফেরি পার হয়েছেন তখন তার কাছ থেকে ৫০ টাকা নেয়া হয়েছে। আর লেবুখালি ফেরিতে নেয়া হয়েছে ৪০ টাকা। তেলবাহি একটি ছোট সাইজের লরীর ড্রাইবার রাসেল অভিযোগ করেন (ঝালকাঠি-ড-৪০-০০-৮৫) বগা ফেরিতে তার কাছ থেকে ১শ’ ৪০ টাকা নেয়া হয়েছে অথচ তার আগে লেবুখাীল ফেরিতে তার কাছ থেকে ১শ’ টাকা নেয়া হয়েছে। বরবদি এলাকার অটো চালক নুরুজ্জামান অভিযোগ করেন, বগা ফেরি পার হওয়ার সময় তার কাছ থেকে ৪০ টাকা এবং ফেরার পথে ৭০ টাকা টোল নেয়া হয়েছে। কোন রশিদ দেয়া হয়নি। বাউফল, বগা, পটুয়াখালী ও বরিশাল রুটে চলাচলকারী বেশ কয়েকজন মটরবাইক চালক অভিযোগ করেন বগা ফেরি পারাপারে তাদের কাছ থেকে ৫টাকার পরিবর্তে ১০ টাকা করে টোল আদায় করা হয় । এ ব্যাপাওে বগা ফেরি ঘাটের টোল আদায়কারী সঞ্জিব দাস বলেন, আমরা নিয়ম মেনেই টোল আদায় করছি। সরকারী নিয়মের সাথে তাদের টোল আদায়ের কোন মিল নেই এমন প্রশ্ন করা হলে তিনি কোন সদোত্তর দেননি। এদিকে অতিরিক্ত টোল আদাযের কারণে বাসের ভাড়া ভেড়েছে। খেসারত দিচ্ছেন সাধারন লোকজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।
×