ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে জ্ঞান হারিয়ে আসামীর মৃত্যু

প্রকাশিত: ০১:৫৯, ১৮ মার্চ ২০১৮

কিশোরগঞ্জে জ্ঞান হারিয়ে আসামীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে মানিক মিয়া (৬০) নামের এক আসামী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই আসামীকে মৃত ঘোষণা করেন। রবিবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মানিক মিয়া পূর্ব বিরোধের জেরে পার্শ্ববর্তী সুপন্দীর গ্রামের গোলাম মোস্তফার দায়েরকৃত একটি মামলার (নং-২৭(১১)১৭) আসামী ছিলেন। পাকুন্দিয়া থানায় দায়েরকৃত এই মামলায় গত ১২ ফেব্রুয়ারি থেকে তিনি জেলা কারাগারে হাজতে ছিলেন। রবিবার তিনি আদালতের মাধ্যমে জামিনও লাভ করেছিলেন। কিশোরগঞ্জের জেলার বাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামী মানিক মিয়াকে ধার্যকৃত তারিখে সকালে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের কার্যক্রম চলাকালে একপর্যায়ে এজলাসে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে ঘোষনা করেন।
×