ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

১৫ জনের নমুনা সংগ্রহ ॥ সিআইডি

প্রকাশিত: ০২:৩২, ১৮ মার্চ ২০১৮

১৫ জনের নমুনা সংগ্রহ ॥ সিআইডি

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় নিহত সাত পরিবারের ১৫ জনের নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার বিকেল পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হয়েছে। সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান জানান, মৃতদেহগুলো যেন সঠিকভাবে শনাক্ত করা যায় সেজন্য এ নমুনা সংগ্রহ করা। তাদের শরীর থেকে রক্ত নেয়া হয়েছে। সিআইডি পুলিশ জানায়, দুইদিন সিআইডির ডিএনএ ল্যাবে নমুনা নেয়া হয়েছে। বাবা-মা আর ভাইবোন ছাড়াও পরিবারের স্বজনদের কাছ থেকে এ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ টেস্টের পর নিহতদের সঙ্গে তা ম্যাচিং করা হবে। সেক্ষেত্রে লাশগুলো শনাক্ত সহজ হবে। উল্লেখ্য, ১২ মার্চ ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। শনিবার পর্যন্ত নিহতদের মধ্যে ২৮ জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে বাংলাদেশের ১৮ জনের মরদেহ রয়েছে।
×