ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে স্বাক্ষীর দা’র কোপে এ এস আই আহত

প্রকাশিত: ০২:৫৮, ১৮ মার্চ ২০১৮

মৌলভীবাজারে স্বাক্ষীর দা’র কোপে এ এস আই আহত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ মামলার ওয়ারেন্ট ভূক্ত স্বাক্ষীকে ধরতে গেলে স্বাক্ষীর দায়ের কুপে গুরুতর আহত হন মৌলভীবাজার মডেল থানার এ এস আইয়ের বিকাশ চন্দ্র দে। জানা যায় শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারনপাশা গ্রামের বাসিন্দা ওয়ারেন্ট ভ’ক্ত স্বাক্ষী জালাল মিয়াকে (৪২) ধরতে গিয়ে তারই দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশের এ এস আই বিকাশ চন্দ্র দে (৪৫)। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ জানান উপ পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৬-৭জন পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত স্বাক্ষী জালাল মিয়াকে ধরতে তার বাড়িতে যায়। এ এস আই বিকাশ জালালের ঘরের দরজায় নক করলে কিছু বুঝে উঠার আগেই জালাল দরজা খুলেই দা দিয়ে বিকাশকে কুপ দেয়। দায়ের কুপে বিকাশের বুকের হাড় কেটে যায়। আসামি জালাল নাজিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত ছন্দু মিয়া ছেলে। আহত এ এস,আই বিকাশের বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) রাশেদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় এ এস,আই বিকাশকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
×