ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাশঁখালীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক

প্রকাশিত: ০৩:০১, ১৮ মার্চ ২০১৮

বাশঁখালীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ আটক

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্রগ্রামের বাশঁখালীর বৈঁলছড়ি ইউনিয়নের চেচুঁরিয়া হুজুর পাড়া এলাকার বড় ভাই শাহজাহান হত্যা মামলার প্রধান আসামী ছোট ভাই বদি আলম(৩৮) প্রকাশ বইদ্যা ডাকাতকে অস্ত্র সহ আটক করেছে রবিবার দুপুরে চট্রগ্রাম শহরের বায়েজিদ থানার চন্দন নগর পাহাড়ী এলাকা থেকে বাশঁখালী থানা পুলিশ। তারা উভযে বৈঁলছড়ি ইউনিয়নের চেচুঁরিয়া হুজুর পাড়া এলাকার মৃত কালু মিয়ার পুত্র।২০১৭ সালের ৩ মার্চ স্থানীয় বিরোধকে কেন্দ্র করে বড় ভাই মো: শাহজাহান কে গুলি করে হত্যা করে মামলার প্রধান আসামী ছোট ভাই বদি আলম । থানা সুত্রে জানা যায় বৈঁলছড়ি ইউনিয়নের চেচুঁরিয়া হুজুর পাড়া এলাকার মৃত কালু মিয়ার পুত্র ডাকাত বদি আলম বড় ভাই মো: শাহজাহান কে হত্যার পর থেকে আতœগোপনে চলে যায় বদি আলম। সে চট্রগ্রাম শহরের বায়েজিদ থানার চন্দন নগর পাহাড়ী এলাকায় থেকে রাজমিস্ত্রী কাজ করলে নামঠিকানা গোপন রাখত। পুলিশ গোপন সুত্রে খরব পেয়ে বাশঁখালী থানার ওসি (তদন্ত) মো: শরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শনিবার গভীর রাতে চট্রগ্রাম শহরের বায়েজিদ থানার চন্দন নগর পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে বদি আলম কে আটক করে। পরে পুলিশ তার স্বকারোক্তি মোতাবেত কালীপুর ইউনিয়নের ফকির পাড়া তার মামা শ্বশুর কাসেমের বাড়িতে লুকানো তার ভাই মো: শাহজাহান কে হত্যায় ব্যবহৃত একটি এলজি ও বেশ কয়েকটি দা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন হিরা বলেন,ডাকাত বদি আলমকে বাশঁখালী থানা পুলিশ চট্রগ্রাম থেকে আটক করে। তার বিরুদ্ধে বাশঁখালী থানায় ৮টি মামলা সহ বেশ কয়েকটি মামলা করেছে। এছাড়া ও তার বিরুদ্ধে বাশঁখালী থানায় অস্ত্র আইনে নতুন ভাবে মামলা রুজু করা হচ্ছে বলে থানা সুত্রে জানা।
×