ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতকে ১৬৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

প্রকাশিত: ০৩:৫৩, ১৮ মার্চ ২০১৮

ভারতকে ১৬৭ রানের লক্ষ্য দিল টাইগাররা

অনলাইন ডেস্ক ॥ কলম্বোতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াকু স্কোরে চোখ রাখছে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। চাপের মুখে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক হাঁকিয়েছেন সাব্বির রহমান। ১৭তম ওভারে রানআউট হয়ে গেছেন সাকিব আল হাসান (৭)। ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৩৪। সাব্বির ৬৫ রানে ব্যাট করছেন। অপর প্রান্তে মেহেদী হাসান মিরাজ। সাব্বির রহমানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ১৫তম ওভারে রানআউট হন মাহমুদউল্লাহ রিয়াদ (২১)। দু’জনের জুটিতে আসে ৩৬। মাহমুদউল্লাহর বিদায়ে ১০৪ রানে পঞ্চম উইকেটের পতন ঘটে। দলীয় ৩৩ রানে তিন উইকেট হারানোর পর ৩৫ রানের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেন মুশফিক-সাব্বির। দলীয় ৬৮ রানে বিদায় নেন ইনফর্ম মুশফিকুর রহিম (৯)। লেগস্পিনার যুজভেন্দ্র চাহালের তৃতীয় শিকারে পরিণত হন ‘মি. ডিপেন্ডেবল’। বিজয় শংকরকে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। দারুণ শুরুর পর হঠাৎই যেন ছন্দপতন! ৬ রানের মধ্যে তিন উইকেটের পতন ঘটে। তামিম-সৌম্যকে ফিরিয়ে জোড়া আঘাত হানেন চাহাল। পঞ্চম ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে লং-অনে বাউন্ডারি লাইনে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন তামিম। শরীরের ভারসাম্য রেখে দর্শনীয় ক্যাচ নেন তিনি। শিখর ধাওয়ানের তালুবন্দি হন সৌম্য সরকার (১)। আগের ওভারে অফস্পিনার ওয়াশিংটন সুন্দরকে মারতে গিয়ে শূণ্যে তুলে সুরেশ রায়নার হাতে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন। উদ্বোধনী জুটি থামে ২৭ রানে (৩.২ ওভার)। প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনাল বাধা টপকে প্রথমবারের মতো ট্রাইনেশন সিরিজের ট্রফি জয়ে চোখ রাখছে টিম বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বে ভারতকে হারাতে না পারলেও স্বাগতিক শ্রীলঙ্কাকে দুই ম্যাচেই হতাশায় ডুবিয়ে ফাইনালের টিকিট কাটে কোর্টনি ওয়ালশের শিষ্যরা। পুরো দল এখন এখন উজ্জীবিত। চ্যালেঞ্জ এখন টি-টোয়েন্টিতে ভারতকে প্রথম হারের স্বাদ দিয়ে শিরোপা উল্লাসে মাতার। প্রথম ম্যাচ হারের পর টানা তিন জয়ে তরুণদের নিয়ে সামর্থ্যের জানান দেয় ধোনি-কোহলিবিহীন ভারত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখনো ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। সাতবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই সঙ্গী হয়েছে হতাশা। কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও আক্ষেপে পুড়তে হয়। সবশেষ চলমান সিরিজে দ্বিতীয়বারের দেখায় জেগেছিল জয়ের সম্ভাবনা (১৭৭ তাড়া করে শেষদিকে রান তুলতে
×