ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যবসায়ীদের কাছে রাজস্ব প্রস্তাব চেয়েছে এনবিআর

প্রকাশিত: ০৪:২৭, ১৯ মার্চ ২০১৮

ব্যবসায়ীদের কাছে রাজস্ব প্রস্তাব চেয়েছে এনবিআর

স্টাফ রিপোর্টার ॥ আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে ব্যবসায়ীদের কাছে রাজস্ব প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এজন্য বিভিন্ন চেম্বার ও এ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব লিখিতভাবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে রাজস্ব প্রস্তাবের সফটকপি ই-মেইলের মাধ্যমে এনবিআরে পাঠানোর জন্য অনুরোধ করেছে। এসব প্রস্তাব পাঠাতে হবে আগামী ২১ মার্চের মধ্যে। প্রস্তাবগুলো এনবিআর গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। যে সকল প্রতিষ্ঠান, সংস্থা এবং দফতর কোন চেম্বার বা এ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন। এছাড়া এনবিআর বাজেট প্রণয়নে রাজস্ব নীতিমালা তৈরির কাজ ইতোমধ্যে শুরু করেছে। উল্লেখ্য, এনবিআর একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে প্রতিবছর সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবীদের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে থাকে। একই সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি কেমন হবে সেটি নিয়েও আলোচনা করা হয়। আগামী ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব কার্যক্রমকে অধিকতর অর্থবহ, প্রতিনিধিত্বশীল ও বিশ্লেষণধর্মী করার জন্য এনবিআর আলাপ-আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহ দেখায়। এই ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করেছেন। সেই সঙ্গে এনবিআরও বাজেট প্রস্তুতির কাজ শুরু করেছে।
×