ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৭, ১৯ মার্চ ২০১৮

২০২৭ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ২০২৪ সালে আমরা পুরোপুরি এলডিসি থেকে উৎরিয়ে যাব। তারপরও যেসব দেশ আমাদের জিএসপি (অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা) দেয় তারা ২০২৭ সাল এ পর্যন্ত সুবিধা দেবে। এরপর ওইসব দেশ জিএসপি প্লাস সুবিধা দেবে। এ বিষয়ে সেসব দেশের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। রবিবার সচিবালয়ে নিজ দফতরে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের দিকে যাত্রা শুরুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যেসব দেশ আমাদের জিএসপি সুবিধা দেয় না তাদের সঙ্গে এফটিএ চুক্তি করব। এজন্যও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে’। দেশে ব্যক্তি খাতে বিনিয়োগ কমে যাচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ তথ্যটা ভুল। বাংলাদেশ ব্যাংকের তথ্যে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি হচ্ছে। এর মানে দেশে বিনিয়োগ বাড়ছে’। ব্লক মার্কেটে ৭৩ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো : সিভিও পেট্রোকেমিক্যাল, বিডিকম, ন্যাশনাল ব্যাংক, সিঙ্গার বাংলাদেশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, রেনেটা, বাটা স্যু, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক। জানা গেছে, বিদায়ী সপ্তাহে এ সব কোম্পানির ৭৩ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির মোট ৩২ কোটি ৬২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×