ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিএইচবিএফসির নতুন চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন

প্রকাশিত: ০৪:২৮, ১৯ মার্চ ২০১৮

বিএইচবিএফসির নতুন চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ সেলিম উদ্দিনকে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় কর্পোরেশনে যোগদান করেন। বএইচবিএফসিতে যোগদানের পূর্বে ড. সেলিম রূপালী ব্যাংকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রূপালী ইনভেস্টমেন্ট, প্রিমিয়ার ব্যাংক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিলেন। -বিজ্ঞপ্তি মিঞা কামরুল হাসান শাহ্জালাল ব্যাংকের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক মিঞা কামরুল হাসান চৌধুরী শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে জনাব চৌধুরী ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। বর্ণীল কর্মময় জীবনে জনাব চৌধুরী ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালনসহ বহুমুখী কাজের অভিজ্ঞতায় সমৃদ্ধ।-বিজ্ঞপ্তি
×