ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চাঁদে নতুন ৬ হাজার গর্তের সন্ধান

প্রকাশিত: ০৫:৪২, ১৯ মার্চ ২০১৮

চাঁদে নতুন ৬ হাজার গর্তের সন্ধান

স্রেফ কয়েক ঘণ্টায় চাঁদে নতুন ছয় হাজারেরও বেশি গর্তের সঠিক সন্ধান পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ম্যাপিং প্রযুক্তি। চাঁদে এমন প্রচুর সংখ্যক গর্ত রয়েছে, এর মধ্যে কিছু শত শত কোটি বছরের পুরনো। চাঁদের জন্য ব্যবহৃত এই ম্যাপিং প্রযুক্তি এর মধ্যে ছয় হাজারেরও বেশি গর্তের সন্ধান পেয়েছে। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবেরোহের সেন্টার ফর প্লানেটারি সায়েন্সেসের মোহাম্মদ আলি-দিব বলেন, ‘মূলত, আমাদের ম্যানুয়ালি একটি ছবিতে তাকিয়ে, গর্তগুলো শনাক্ত করে গণনা করা আর তারপর ছবির আকারের ওপর ভিত্তি করে গর্তগুলো কত বড় তা হিসাব করা দরকার।’ জার্নাল ইকারাসের প্রকাশিত এই গবেষণার জন্য গবেষক দল প্রথমে চাঁদের দুই-তৃতীয়াংশ আওতায় নেয় এমন একটি ডেটাসেটে কনভোলিউশনাল নিউরাল নেটওয়ার্ক প্রশিক্ষণ দেয়। কনভোলিউশনাল নিউরাল নেটওয়ার্ক হচ্ছে ভিজুয়াল ইমেইজ বিশ্লেষণে ব্যবহৃত এক ধরনের কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক। এরপর তারা এই নিউরাল নেটওয়ার্ক নিয়ে চাঁদের বাকি এক-তৃতীয়াংশে পরীক্ষা চালান। মানুষের দেয়া ডেটাসেট দিয়ে চালানো পরীক্ষার থেকে এই পরীক্ষায় পাওয়া গর্তের সংখ্যা বেড়েছে ৯২ শতাংশ। এর ফলে আগে পাওয়া মোট গর্তের সংখ্যাটি এবার প্রায় দ্বিগুণ হলো বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। এর আগে মোট শনাক্ত করা গর্তের সংখ্যাও প্রায় ছয় হাজারই ছিল। মানুষের দেয়া ডেটাসেটের তুলনায় এআইভিত্তিক প্রযুক্তির ভুলের পরিমাণ ১১ শতাংশ। এর ফলে এই পদ্ধতি সৌর জগতের বিভিন্ন স্থানের গর্তের তথ্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্তে দরকারি হয়ে উঠেছে।-ইয়াহু নিউজ
×