ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িলে বাড়িওয়ালার আত্মহত্যা, খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৬:২৪, ১৯ মার্চ ২০১৮

কুড়িলে বাড়িওয়ালার আত্মহত্যা, খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথকস্থানে এক নারীসহ দু’জন আত্মহত্যা করেছে। খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। অল্পের জন্য রক্ষা পেলেন তার সঙ্গে থাকা ৭ বছরের শিশু। মিরপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভাটারার কুড়িল কাজী বাড়ি এলাকায় নিজেদের বাড়িতে রুবেল হোসেন (২৬) নামে এক বাড়িওয়ালা আত্মহত্যা করেছে। খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ওই বাড়ি থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ভাটারা থানা সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, কুড়িল কাজী বাড়ি এলাকায় নিজেদের বাড়িতে শনিবার রাতে স্ত্রীর সঙ্গে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন রুবেল। রবিবার সকালে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের ফ্যানের সঙ্গে গলায় পেঁচানো রুবেলের মরদেহ ঝুলে আছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রুবেল আত্মহত্যা করেছে। এদিকে একই দিন সকালে শান্তিনগর এলাকার একটি বাড়ি থেকে রোজিনা খাতুন (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক জানান, শনিবার মধ্যরাতে শান্তিনগরের ওই বাড়ি থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় রোজিনা খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ॥ রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আব্দুর রশিদ (৪১) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা সাত বছরের শিশু অল্পের জন্য রক্ষা পায়। নিহত রশিদের বাবার নাম আবুল হোসেন। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ভাংগুরায়। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের বাগিচা মসজিদ সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন আব্দুর রশিদ ও তার সঙ্গে থাকা সাত বছরের এক শিশু। এ সময় বিমানবন্দরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর মিরপুরে একটি বহুতল ভবনের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সুমন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। আহতরা হচ্ছেন, মামুন (১৯) ও সাদেক (২৫)।
×