ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কোটা সংস্কারের দাবিতে ঢাবিতে নতুন কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৬:২৪, ১৯ মার্চ ২০১৮

কোটা সংস্কারের দাবিতে  ঢাবিতে নতুন  কর্মসূচী ঘোষণা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার ও সরকারী চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। আগামী ২৫ মার্চ শিক্ষা সনদ গলায় ঝুলিয়ে রাস্তা ঝাড়ু দেয়ার কর্মসূচী ঘোষণা করেছেন তারা। রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের এলাকা থেকে বিভিন্ন চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আন্দোলনকারীদের পক্ষ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হয়। ২৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল ৪টায় নাগরিক সমাবেশের আহ্বান করা হয়েছে।
×