ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফের দুই নারী নেত্রী অপহৃত

প্রকাশিত: ০৬:২৫, ১৯ মার্চ ২০১৮

 ইউপিডিএফের দুই  নারী নেত্রী অপহৃত

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৮ মার্চ ॥ রাঙ্গামাটিতে ইউপিডিএফ এর নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নারী নেত্রীকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অপহরণ করেছ। অপহৃতরা হলেন হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা (২৩) ও রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা (১৯)। রবিবার সকালে জেলার সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকা থেকে অস্ত্রধারী দুর্বৃত্ত দল তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়েছে। ইউপিডিএফের দলীয়সূত্র অপহরণ বিষয়টি নিশ্চিত করেছে। ইউপিডিএফ এই ঘটনার জন্য ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করেছে। ইউপিডিএফের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওইদিন অস্ত্রধারী দুর্বৃত্ত কুতুকছড়িতে অবস্থিত তাদের সংগঠনের একটি মেসে অতর্কিতে ব্রাশ ফায়ার শুরু করে। এতে ইউপিডিএফের অপর সহযোগী সংগঠন যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মসিং চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় দুর্বৃত্তরা ওই মেসে আগুন ধরিয়ে দিয়েছে বলেও ইউপিডিএফ জানিয়েছে। ওই সন্ত্রাসীরা গণতান্ত্রিক ইউপিডিএফের কর্মী বলে তারা জানায়। সন্ত্রাসীরা প্রথমে তাদের সংগঠনে মেসে ব্রাশ ফায়ার করে আগুন ধরিয়ে দেয়। পরে মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে গাড়িতে তুলে নানিয়ারচরের দিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এদিকে অপহরণের ঘটনার সঙ্গে ইউপিডিএফ (গণতান্ত্রিক) জড়িত নয় বলে জানায়। এদিকে অপহরণ ও হামলার ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রবিবার রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, ইউপিডিএফ ও গণতান্ত্রিক ইউপিডিএফের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জেনেছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ নবেম্বর ইউপিডিএফ থেকে বেরিয়ে যাওয়া বেশ কয়েকজন নেতা ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে পৃথক আরেকটি সংগঠন করে। অভিযোগ আছে নতুন এই সংগঠনটির আক্রমণে এ যাবত ৬ জন মূল ইউপিডিএফ নেতাকর্মী নিহত হয়েছেন।
×