ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ইটভাঁটিকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৭

প্রকাশিত: ০৭:০৫, ১৯ মার্চ ২০১৮

নওগাঁয় ইটভাঁটিকে কেন্দ্র করে সংঘর্ষ ॥ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ মার্চ ॥ বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের শুরকালী নামক স্থানে লোকালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন কৃষি জমিতে অবৈধভাবে ইটভাঁটি নির্মাণ কাজের প্রতিবাদ করায় রবিবার উভয় পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মিঠাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ হোসেন এবং তার ভাই সানোয়ার হোসেন আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের শুরকালী নামক বাজারের পার্শ্বে কোল্ড স্টোরেজ নির্মাণের কথা বলে কিছু জমি ক্রয় করেন। ২০১৭ সালের জুলাই মাসের দিকে হঠাৎ করে ওই জমিতে ইটভাঁটি নির্মাণের কাজ শুরু করলে গ্রামবাসী বাধা দেন। বাধা উপেক্ষা করে কাজ অব্যাহত রাখলে গ্রামের নারী, পুরুষ, আবালবৃদ্ধবনিতা, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মানববন্ধন করে জেলা প্রশাসক এবং পরিবেশে অধিদফতরের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। উর্ধতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে পরিবেশ অধিদফতরের রাজশাহী বিভাগীয় পরিচালক একেএম মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ইটভাঁটির সমস্ত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। তারপর থেকে ইটভাঁটির কাজ বন্ধ ছিল। শনিবার হঠাৎ কাজ শুরু করলে রবিবার বেলা ১১টার দিকে গ্রামবাসী একত্রিত হয়ে বাধা দিতে গেলে পূর্ব থেকে প্রস্তুতি নেয়া ইটভাঁটি মালিকের ভাড়াটিয়া লোকজন লাঠি, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। এতে উভয় পক্ষের সংঘর্ষে মোঃ দবির উদ্দিন, ফজেল হোসেন, হাবিবুর রহমান, আঃ মান্নান, আকামদ্দিন, আঃ জব্বার এবং বাবুল হোসেন মারাত্মক আহত হন।
×