ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ আটা জব্দ ॥ আটক তিন

প্রকাশিত: ০৭:০৭, ১৯ মার্চ ২০১৮

মেয়াদোত্তীর্ণ  আটা জব্দ ॥ আটক  তিন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৮ মার্চ ॥ আমতলীতে মেয়াদোত্তীর্ণ এসএ গ্রুপের লায়লা ফুড প্রোডাক্ট’র মুসকান আটার প্যাকেটে নতুন মেয়াদ বাড়িয়ে সিল (ছাপা) দেয়া অবস্থায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মেয়াদোত্তীর্ণ ৪শ’ প্যাকেট মুসকান আটা ও সিল দেয়া সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের মেসার্স কু-ু এ্যান্ড সন্সের মালিক মুসকান আটার ডিলার জীবন কু-ু দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেটে মেয়াদ বাড়িয়ে নতুন সিল (ছাপা) দিয়ে আটা বিক্রি করে আসছিল। শনিবার রাতে পৌর শহরের সদর রোডে ডিলার জীবন কু-ের ভাড়া করা কমলকান্তি সমাদ্দারের ঘরে মেয়াদোত্তীর্ণ আটার প্যাকেটে মেয়াদ বাড়িয়ে নতুন সিল (ছাপা) দেয়ার খবর পায় পুলিশ। পরে ওইখানে পুলিশ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মুসকান আটার প্যাকেটের গায়ে মেয়াদ বাড়িয়ে নতুন সিল (ছাপা) দেয়া অবস্থায় তিন সেলসম্যান মাইনুদ্দিন ফকির (৩০), আশিশ কুমার মিস্ত্রি (২৩) ও সঞ্জয় চন্দ্র বেপারীকে (৩০) গ্রেফতার করেছে। পরে ওই ঘর থেকে ৪’শ প্যাকেট মেয়াদোত্তীর্ণ মুসকান আটা, সিল উঠানোর কেমিক্যাল, সিল দেয়ার মেশিন ও সরঞ্জাম জব্দ করে। এ ঘটনায় থানায় ওই তিন জনের নামে বিশেষ আইনে মামলা হয়েছে। রবিবার পুলিশ গ্রেফতারকৃত তিন জনকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে।
×