ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

প্রকাশিত: ০৭:০৯, ১৯ মার্চ ২০১৮

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায়  মা-ছেলে নিহত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সাইনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে গাড়িচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। রবিবার সকাল ১০ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার দোনা নামক স্থানে মা সুরমা আক্তার শিল্পী ছেলেকে বিদ্যালয়ে পৌঁছে দেয়ার জন্য রাস্তার পাশে অপেক্ষা করার সময় এ ঘটনা ঘটে। এসময় আরও এক ভ্যানচালক গুরুতর আহত হন। নিহতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার দোনা গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী সুরমা আক্তার শিল্পী (৩৫) ও তার ছেলে দোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ওমর হাওলাদার (৭)। জানা গেছে, বাগেরহাট থেকে চীনা নাগরিক বহনকারী একটি পাজেরো দ্রুতগতিতে মোরেলগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় দোনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি যাত্রী বোঝাই ভ্যান প্রধান সড়কে ওঠে। তখন পাজেরো গাড়িটি যাত্রীবোঝাই ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মা-ছেলেকে পিষ্ট করে চলে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন। . চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসা ছাত্র স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, সদর উপজেলার মহিপুরে রবিবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। নিহত মাদ্রাসার ছাত্র হচ্ছে, সদর উপজেলার দিয়াড় ধাইনগর গ্রামের এমরান আলীর ছেলে জুবাইর (৯)। সে মহিপুর নূরানী মাদ্রাসার ছাত্র ছিল। গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান জানান, জুবাইর বাড়ি থেকে মাদ্রাসা আসছিল। সকাল ৭টার দিকে সে মহিপুর পৌঁছলে একটি পাওয়ার টিলার তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। . ডোমারে ভিক্ষুক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, মোটরসাইকেলের ধাক্কায় রোকেয়া (৫০) নামের এক ভিক্ষুক নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ডোমার উপজেলার চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কে আজিজ স্যানিটেশন কারখানার অদূরে দুর্ঘটনাটি ঘটে। ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক বলেন, নিহত রোকেয়া বেগমের রবিবার সকালে দাফন সম্পন্ন হয়েছে। . ফরিদপুরে শ্রমিক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, মধুখালীতে ট্রাক ও ট্রলির সংঘর্ষে ইউনুছ শেখ (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার বেলা পৌনে ১২ টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আলতু খান জুট মিল এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইউনুস শেখ (৩২) উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দি গ্রামের জনাব আলী শেখের ছেলে। তিনি ট্রলির একজন শ্রমিক। প্রত্যক্ষদর্শী জানান, ফরিদপুরগামী পাটভর্তি একটি ট্রাকের সঙ্গে মধুখালীগামী ইটভর্তি একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাকটি ট্রলিটিকে ধাক্কা দিলে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এ দুর্ঘটনায় ওই ট্রলির শ্রমিক ইউনুস গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। . কুড়িগ্রামে শিশু স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ^রীতে ব্যাটারিচালিত অটোবাইকের ধাক্কায় এক শিশু মারা গেছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের ২নং গেট সংলগ্ন বিএসসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার হাজীপাড়ার মোজাফ্ফর হোসেনের ৫ বছরের শিশু আব্দুল মোমেন সড়ক পার হচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
×