ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বোয়ালখালীতে বাজারজাত হচ্ছে নষ্ট সার

প্রকাশিত: ০৭:১০, ১৯ মার্চ ২০১৮

বোয়ালখালীতে  বাজারজাত হচ্ছে নষ্ট সার

চট্টগ্রাম অফিস/বোয়ালখালী সংবাদদাতা ॥ চট্টগ্রামে বোয়ালখালী উপজেলা থেকে বাজারজাত করা হচ্ছে নষ্ট সার। প্রায় দু’মাস ধরে নদী পথে নৌকা বোঝাই করে শত শত টন নষ্ট সার উপজেলার পশ্চিম গোমদন্ডি চরখিজিরপুর এলাকায় মজুদ করা হয়। তারপর সেখানে এগুলো গুঁড়ো করে প্রক্রিয়াজাত শেষে বস্তায় ভরে বাজারে পাঠানো হচ্ছে। এতে করে ওই এলাকায় পরিবেশ দূষণের আশঙ্কায় থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে একটি প্রতিষ্ঠান। শনিবার রাতে সেখান থেকে দুই শ্রমিককে আটকের পর জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা গেছে, প্রায় দুই মাস ধরে নদী পথে বড় নৌকায় করে সারগুলো আনা হচ্ছে। এরপর জমাটবাঁধা এই সার ভেঙ্গে চালুনি দিয়ে বাছাই করে পক্রিয়াজাত শেষে বস্তায় ভরে বাজারজাত করার কাজ চলছে। বিএসটিআই’র লোগোযুক্ত পঞ্চাশ কেজি ওজনের প্রতিটি প্লাস্টিকের বস্তার গায়ে লেখা রয়েছে, ‘টিএসপি সার, ফসফেট ৪৬%।’ এই সার প্রক্রিয়াজাত করতে কাজ করছে প্রায় অর্ধশত শ্রমিক। তারা জানান, মাছের খাদ্য হিসেবে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। প্রতিবস্তা সারের দাম এক হাজার টাকা থেকে ১২ শ’ টাকা। এদিকে, সারগুলো উন্মুক্ত স্থানে রাখায় পরিবেশ দূষণের কথা জানিয়ে গত ৫ ডিসেম্বর বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়। এ ডায়েরি করে স্থানীয় এক শিল্প প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
×